ছবি: সংগৃহীত।
ট্রেনের সাধারণ কামরার জানলার ধারে হাতে ফোন নিয়ে বসেছিলেন এক মহিলা। হঠাৎ করেই রেলপুলিশের এক আধিকারিক এসে জানলা দিয়ে হাত গলিয়ে ফোনটি ছিনিয়ে নিলেন। আমচকা এই ঘটনায় হতভম্ব হয়ে গেলেন যাত্রী। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছ সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন মহিলা স্লিপার ক্লাস কোচের জানালার পাশে বসে আছেন। ফোনে কথা বলতেই মগ্ন ছিলেন তিনি। সেই সময় আরপিএফের এক আধিকারিক এসে দ্রুত তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। রেল আধিকারিকের এই অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকেন যাত্রী। রেলের নিরাপত্তাকর্মী অবশ্য সঙ্গে সঙ্গে ফোনটি ফেরত দিয়ে দেন। জানালার কাছে ফোনে কথা বলা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি যাত্রীদের সচেতন করতে শুরু করেন। কী ভাবে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয় তারই বাস্তব উদাহরণ দেখা গিয়েছে ভিডিয়োয়। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রেলের আধিকারিক রাজু চৌধরি যাত্রীদের মোবাইল চুরি থেকে সতর্ক করার জন্য এই কাজটি করেছেন। তাঁকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘এই ভাবেই মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।’’ যাত্রীদের সতর্ক থাকার উপর জোর দিতে বলেছেন তিনি।
ইনস্টাগ্রামে ‘চৌধরি০৪০৯’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে ‘‘মোবাইল ছিনতাই আটকাতে মহিলা যাত্রীকে সতর্ক করার প্রয়াস।’’ ভিডিয়োটি পোস্ট করার পর তা নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “খুব সুন্দর উদাহরণ, স্যর।” অন্য এক জন লিখেছেন, “জনসাধারণকে সচেতন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য গর্বিত।”