Maha kumbha 2025

ভিড়ে ঠাসা ট্রেন, শৌচাগারে দাঁড়িয়ে কুম্ভে গেলেন তরুণী! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক সমাজমাধ্যমে

তরুণী ভিডিয়োয় দাবি করা করেছেন যে ভিড় এড়াতে ও নিরাপত্তার জন্য তিনি তাঁর বন্ধুদের সঙ্গে শৌচাগারে আশ্রয় নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮
Share:

ছবি: সংগৃহীত।

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ভক্তদের ভিড়ের কারণে, তীর্থযাত্রীদের বিপুলসংখ্যক চাপের ফলে ভিড়ে উপচে পড়ছে ট্রেন। এই অবস্থায় রেলের কামরায় জায়গা না পেয়ে শৌচাগারের মধ্যেই দাঁড়িয়ে সফর করছেন এক তরুণী। শৌচাগারের ভিতর থেকেই তিনি ভিডিয়ো করে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। ইনস্টাগ্রামের সেই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হতেই তা প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। তরুণী ভিডিয়োয় দাবি করেছেন যে ভিড় এড়াতে ও নিরাপত্তার জন্য তিনি তাঁর বন্ধুদের সঙ্গে শৌচাগারে আশ্রয় নিয়েছেন। অদ্ভুত এই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী ট্রেনের ভেতরে একটি শৌচাগারের ভিতরে দাঁড়িয়ে, সঙ্গে দুই বন্ধু তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে শৌচাগারের ভিতরে কমোডের উপর পা দিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই তরুণী। তাঁর দাবি ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তাঁরা বাধ্য হয়ে এই ভাবে কুম্ভমেলায় যাচ্ছেন। শৌচাগারের দরজা খুলতেও তিনি বারণ করেন সঙ্গীদের। এই ঘটনাতেই চটেছেন নে়টাগরিকরা। এই ভাবে শৌচাগারের দরজা বন্ধ করে অন্য যাত্রীদের অসুবিধা করায় তুমুল সমালোচনার মুখোমুখি হয়েছেন তরুণী। তিন জন মহিলাকে ট্রেনের শৌচাগারে ভিডিয়ো করতে দেখে হতবাক হয়ে গেছেন অনেকেই। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। তরুণীর আচরণ দেখে বিরক্ত হয়েছেন সমাজমাধ্য ব্যবহারকারীরা। ‘‘কিছু মানুষের সামান্য জ্ঞান নেই। ভারত কি এ ভাবেই বিকশিত হবে?’’ প্রশ্ন তুলেছেন এক জন ব্যবহারকারী। কয়েক জন দাবি করেছেন যে টিকিট পরীক্ষকের হাতে টিকিট ছাড়া ধরা না পড়ার জন্য তাঁরা দরজা খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement