Viral Video

বিষয়স্রষ্টা হওয়ার শখ, রিল বানাতে গিয়ে গায়ে উল্টে পড়ল ফুটন্ত জলের পাত্র! তরুণীর ভিডিয়ো ভাইরাল

গ্যাস অভেনে বসানো পাত্রে টগবগ করে ফুটছে জল। রিল বানাতে বানাতে সেই জ্বলন্ত গ্যাস অভেনের পাশেই উঠে বসলেন তরুণী। পাত্রের গায়ে হাত লেগে চুল্লির উপর থেকে জলসমেত পাত্র এসে পড়ল তরুণীর গায়ের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৯:১৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বর্তমান কালে সমাজমাধ্যমের প্রভাব যেমন রমরমিয়ে বাড়ছে, তেমনই বাড়ছে রিল বানানো ও দেখার প্রতি আসক্তি। আট থেকে আশি, সকলেই এখন রিল বানানো ও দেখার ব্যাপারে মুখিয়ে থাকে। সেই ‘প্রাণের’ রিল বানাতে গিয়েই ফ্যাসাদে পড়লেন এক তরুণী। গ্যাস অভেনে বসানো পাত্রে টগবগ করে ফুটছে জল। রিল বানাতে বানাতে সেই জ্বলন্ত গ্যাস অভেনের পাশেই উঠে বসলেন তরুণী। পাত্রের গায়ে হাত লেগে চুল্লির উপর থেকে জলসমেত পাত্র এসে পড়ল তরুণীর গায়ের উপর। পড়ি কি মড়ি করে রান্নাঘরের সেই স্ল্যাব থেকে এক লাফে নীচে নেমে পড়লেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বলন্ত গ্যাস অভেনের উপর বসানো রয়েছে একটি পাত্র। সেই পাত্রের মধ্যে টগবগ করে ফুটছে জল। এক তরুণীর মনে সাধ জাগল সেই জ্বলন্ত চুল্লির পাশে বসে রিল বানানোর। হাসতে হাসতে গ্যাস অভেনের পাশে লাফিয়ে উঠে বসতে গেলেন তিনি। পর ক্ষণেই তাঁর মুখের হাসি মিলিয়ে গেল। ওঠার সময় তরুণীর হাত লেগে ফুটন্ত জলসমেত পাত্রটি এসে পড়ল তাঁর গায়ে। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল যন্ত্রণার অভিব্যক্তি। লাফ দিয়ে সেই স্ল্যাবের উপর থেকে নীচে নেমে এলেন তরুণী। কিন্তু গায়ে গরম জল পড়ার জ্বালায় কাতরাতে থাকলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘১২৪০.অদিতি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় বারো হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement