viral video

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী! চুলের মুঠি ধরে তাঁকেই বেদম প্রহার স্ত্রী ও প্রেমিকের

এক জন মহিলা ও এক যুবক মিলে এক প্রৌঢ়কে নির্মম ভাবে মারধর করছেন। সংবাদমাধ্যমসূত্রে খবর, ঘটনাটি গত শনিবার সন্ধ্যায় জালাউনে জেলার উরাই কোতোয়ালি এলাকার চুরখি রোডে ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:০৫
Share:

ছবি: সংগৃহীত।

স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। এই নিয়ে আপত্তি জানাতে তাঁর কপালেই জুটল প্রহার। প্রেমিককে সঙ্গে নিয়ে প্রকাশ্যে স্বামীকে পেটালেন স্ত্রী। রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে চলল কিল চড়, লাথি। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালোনের। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন মহিলা ও এক যুবক মিলে এক প্রৌঢ়কে নির্মম ভাবে মারধর করছেন। সংবাদমাধ্যমসূত্রে খবর, ঘটনাটি গত শনিবার সন্ধ্যায় জালোনে জেলার উরাই কোতোয়ালি এলাকার চুরখি রোডে ঘটেছে। ওই মহিলা ও তাঁর প্রেমিক রাস্তায় ঘুরছিলেন। তাঁদের একসঙ্গে দেখে ফেলেন মহিলার স্বামী। ক্ষুব্ধ হয়ে তিনি প্রেমিককে ধরে মারধর শুরু করেন। স্বামীকে বাধা দেওয়ার পরিবর্তে, মহিলা তাঁর প্রেমিককে রক্ষা করতে এগিয়ে আসেন। এর পর তিনি তাঁর প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে লাথি ও ঘুষি মারতে শুরু করেন।

এই ঘটনা দেখতে আশপাশে লোকজন জড়ো হয়ে যান। তবে তাঁদের থামাতে কেউ এগিয়ে আসেননি। মহিলা বা যুবকের আচরণের প্রতিবাদ করা তো দূরে থাক, উল্টে অনেকে মহিলাকেই সমর্থন করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তত ক্ষণে এলাকা খালি হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। কানপুরের এডিজি স্থানীয় পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ‘মনোজ এসএইচ’নামের এক্স হ্যান্ডল পোস্ট করা এই ভিডিয়োটি সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement