Bizarre

ইচ্ছা করে ১৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছে বিমান ফস্কাচ্ছেন অনেকে! কী এই ‘এয়ারপোর্ট থিয়োরি’?

‘এয়ারপোর্ট থিয়োরি’ নামে একটি নয়া ‘ট্রেন্ড’ শুরু হয়েছে সমাজমাধ্যম টিকটকে। সেই ট্রেন্ড অনুযায়ী, সময় বাঁচাতে উড়ানের নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছচ্ছেন কয়েক জন যাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৭:০০
Share:

ছবি: সংগৃহীত।

ইচ্ছা করে দেরিতে বিমানবন্দরে পৌঁছচ্ছেন এক দল যাত্রী। উড়ানের মিনিট ১৫ আগে বিমানবন্দরে পৌঁছচ্ছেন তাঁরা। ফলস্বরূপ, অনেক ক্ষেত্রেই তাঁরা বিমানে চড়তে পারছেন না। সমস্ত নিরাপত্তা বলয় পেরিয়ে তাঁরা যখন বিমানে চড়তে যাচ্ছেন, তত ক্ষণে বিমান উড়ে গিয়েছে। কিন্তু কেন এমনটা করছেন তাঁরা?

Advertisement

আসলে ‘এয়ারপোর্ট থিয়োরি’ নামে একটি নয়া ‘ট্রেন্ড’ শুরু হয়েছে সমাজমাধ্যম টিকটকে। সেই ট্রেন্ড অনুযায়ী, সময় বাঁচাতে উড়ানের নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছচ্ছেন কয়েক জন যাত্রী। তাঁদের দাবি, বিমানবন্দরে ১-২ ঘণ্টা আগে থেকে পৌঁছে যাওয়ার যে চল রয়েছে, তা তাঁরা ভেঙে দিতে চান। কারণ, অনেক ক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছনোর কারণে নাকি অনেক বাজে সময় নষ্ট হয়। আর সে কারণেই ওই সিদ্ধান্ত।

তবে ‘এয়ারপোর্ট থিয়োরি’ নামে ওই ‘ট্রেন্ড’ মেনে চলতে গিয়েই ফাঁপরে পড়ছেন যাত্রীদের একাংশ। সময়ের সঙ্গে ‘জুয়া’ খেলতে গিয়ে বিমানে চাপতেই পরছেন না তাঁরা। তাঁদের ছেড়ে উড়ে যাচ্ছে বিমান। ‘এয়ারপোর্ট থিয়োরি’ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো টিকটকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এক একটি ভিডিয়ো ৪০ কোটি বার পর্যন্ত দেখা হয়েছে। এমনও অনেক টিকটকার রয়েছেন যাঁরা ১৫ মিনিট আগে পৌঁছেও বিমানে চাপতে সক্ষম হচ্ছেন।

Advertisement

লেক্সি স্মিথ এক ইউটিউবার একটি ভিডিয়োয় দেখিয়েছেন, কী ভাবে বিমান ওড়ার নির্ঝারিত সময়ের ১৫ মিনিট আগে এসেও তিনি বিমানে চাপতে পেরেছিলেন। তাঁর দাবি, ৯টা ২৯ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ৯টা ৪৪ মিনিটের বিমানে চড়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement