bizarre

অটোচালকের পরনে দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট কলেজের পোশাক! উৎসুক যাত্রীর প্রশ্নে উঠে এল আসল সত্য

বেঙ্গালুরুবাসী এক তরুণী তাঁর অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন। এক দিন অটোয় উঠে তিনি চালকের জ্যাকেটে বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের লোগো দেখে অবাক হন। তাই তিনি অটোচালকের সঙ্গে কথোপকথন শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১০:৫১
Share:

ছবি: সংগৃহীত।

অটোয় ওঠার পর চালকের পরনের পোশাক দেখে বিস্মিত হয়েছিলেন তরুণী। কারণ অটোচালক পরেছিলেন বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নাম দেওয়া একটি জ্যাকেট। সেই জ্যাকেটটি দৃষ্টি আকর্ষণ করে তাঁর। তিনি কী ভাবে এটি পেলেন তা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন তরুণী। অপূর্বা নামের বেঙ্গালুরুবাসী তরুণী তাঁর অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন। এক দিন অটোয় উঠে তিনি চালকের জ্যাকেটে বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের লোগো দেখে অবাক হন। তাই তিনি অটোচালকের সঙ্গে কথোপকথন শুরু করেন।

Advertisement

সেই বার্তালাপে উঠে আসে এক অদ্ভুত তথ্য। অটোচালক অপূর্বাকে জানান, তাঁর এই জ্যাকেটটি পরে থাকার কারণ। অটো চালানো তাঁর বাড়তি পেশা। তিনি বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের হোস্টেলের বেতনভুক কর্মচারী। অটোচালক জানান, হোস্টেলের ছাত্ররা তাঁকে ভালবেসে ও কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে জ্যাকেটটি উপহার দিয়েছিলেন। চালক জানান, পরিবারের ভরণপোষণের জন্য তিনি হোস্টেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর অটো নিয়ে বেঙ্গালুরুর পথে বার হন।

এই পোস্ট দেখে বিপুল প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে। হৃদয়স্পর্শী কথোপকথনটি নেটাগরিকদের গভীর ভাবে ছুঁয়ে গিয়েছে। ছাত্রদের উদারতা এবং অটোচালকের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শ্রমের মর্যাদা ও কৃতজ্ঞতা জানানোর উপায় দেখে নেটাগরিকদের একাংশ কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement