Bizarre

‘তোমার বাবার দুর্ঘটনা হয়েছে’, অ্যাপ্‌লের ঘড়ি বার্তা পাঠাল সন্তানকে, অ্যাম্বুল্যান্স ডেকে প্রাণও বাঁচাল প্রৌঢ়ের

অ্যাপ্‌লের ঘড়িটি তাঁর রক্তচাপের ওঠানামা, নাড়ির গতি অনবরত মাপছিল। প্রৌঢ়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে টের পেয়ে অ্যাপ্‌লের ঘড়ি স্বয়‌ংক্রিয় ভাবে অ্যাম্বুল্যান্সকে ডাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১২:৩১
Share:

ছবি: সংগৃহীত।

অ্যাপ্‌লের ঘড়ি পরে রাস্তায় বেরিয়েছিলেন প্রৌঢ়। একাই ছিলেন তিনি। প্রৌঢ়ের পুত্র ছিলেন বাইরে। হঠাৎ তাঁর সন্তানের ফোনে একটি মেসেজ আসে— ‘‘তোমার বাবার দুর্ঘটনা হয়েছে। ফোনের আপৎকালীন তালিকায় তোমার নম্বর রয়েছে দেখে তোমায় জানাচ্ছি। অ্যাম্বুল্যান্সকেও ডেকেছি।’’ মেসেজটি দেখে ভয় পেয়ে যান প্রৌঢ়ের সন্তান। তাঁর বাবা বর্তমানে কোথায় রয়েছেন, সেই ‘লাইভ লোকেশন’ও মেসেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কোনও কিছু না ভেবে সেই ঠিকানায় ছুটে গেলেন তিনি। কারণ, এই মেসেজ তাঁর বাবার অ্যাপ্‌লের ঘড়ি পাঠিয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে এই ঘটনার উল্লেখ করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য বেস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অ্যাপ্‌লের ঘড়ি পরে রয়েছেন। সেই ঘড়ির কাচে চিড় ধরে গিয়েছে। পোস্ট থেকে জানা যায়, ওই অ্যাপ্‌লের ঘড়িটি এক প্রৌঢ়ের। বাইরে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। অ্যাপ্‌লের ঘড়িটি তাঁর রক্তচাপের ওঠানামা, নাড়ির গতি অনবরত মাপছিল। প্রৌঢ়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে টের পেয়ে অ্যাপ্‌লের ঘড়ি স্বয়‌ংক্রিয় ভাবে অ্যাম্বুল্যান্সকে ডাকে।

প্রৌঢ়ের ফোনে আপৎকালীন তালিকায় তাঁর ছেলের নম্বর ছিল। কোনও বিপদে-আপদে ছেলেকে যেন সহজে খবর পাঠানো যায়, তাই সেই তালিকায় পুত্রের নম্বর সেভ করে রেখেছিলেন প্রৌঢ়। সেখান থেকেই অ্যাপ্‌লের ঘড়ি স্বয়ংক্রিয় ভাবে প্রৌঢ়ের সন্তানকে মেসেজ পাঠিয়ে দেয়। তাঁর বাবা যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং ঘড়িটি যে স্বয়ংক্রিয় ভাবে অ্যাম্বুল্যান্স ডেকে ফেলেছে, সে কথাও প্রৌঢ়ের সন্তানকে জানায় সে।

Advertisement

প্রৌঢ়ের ‘লাইভ লোকেশন’ তাঁর ছেলেকে পাঠিয়ে দিয়েছিল অ্যাপ্‌লের ঘড়িটি। তরুণ সেই ঠিকানায় পৌঁছে যান। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পৌঁছে তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে চলে গিয়েছিল বলে জানান তরুণ। অ্যাপ্‌ল‌ের ঘড়ির জন্য তাঁর বাবার প্রাণ বেঁচে গিয়েছে বলে প্রযুক্তিকে আশীর্বাদ হিসাবে উল্লেখ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement