ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে চড়ে বেড়াচ্ছিল একটি জ়েব্রা। একা একা শিকারকে ঘুরতে দেখে মনে বেজায় আনন্দ পেল ‘বনের রানি’। জ়েব্রার পিছনে দৌড় দিল সিংহীটি। হিংস্র শিকারির দৌড়ের সঙ্গে পেরে উঠল না অসহায় জ়েব্রা। জ়েব্রার ঘাড়ে লাফিয়ে কামড় বসিয়ে দিল সিংহী। সামনের দুই পা দিয়ে জড়িয়ে জ়েব্রার ঘাড় ধরে ঝুলে পড়ল সে। গায়ের জোরে সিংহীর থাবা ছাড়িয়ে জঙ্গলের দিকে দৌড় দিল জ়েব্রাটি। দূরে ছিটকে পড়ল সিংহী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডফ্রেন্ডস_আফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি জ়েব্রার ঘাড় ধরে ঝুলে পড়েছে একটি সিংহী। জ়েব্রাটিকে ধরে তার ঘাড়ের উপর সামনের দুই পা দিয়ে জড়িয়ে ধরে সে। দুই থাবা দিয়ে শক্ত করে জ়েব্রার গলা ধরে সিংহীটি। চেষ্টা করে, কোনও ভাবেই যেন শিকার পালাতে না পারে।
অন্য দিকে, জ়েব্রাটিও প্রাণপণে নিজেকে সিংহীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শত চেষ্টার পর হিংস্র শিকারির হাত থেকে নিজেকে রক্ষা করল সে। ঘাড় জোরে ঝাঁকিয়ে সিংহীকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল জ়েব্রা। আচমকা জোর ধাক্কায় সিংহীটি কিছুটা দূরে ছিটকে পড়ল। সেই সুযোগে সেখান থেকে দৌড়ে পালাল জ়েব্রাটি। সিংহীর হাত থেকে ফস্কে গেল তার শিকার।