ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়িতে লাগানোর একটি চাকা পড়েছিল মাঠে। খেলার নতুন জিনিস পেয়ে তা নিয়েই মেতে উঠল হাতির ছানা। কখনও চাকাটি শুঁড়ে পেঁচিয়ে এ দিক-ও দিক গড়িয়ে নিয়ে যাচ্ছে। কখনও আবার চাকার উপর ভর দিয়ে মানুষের মতো দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিটিএক্সএক্সওয়াইস্টোরি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাড়ির চাকা নিয়ে খেলাধুলা করছে একটি হাতির ছানা। শুঁড়ে পেঁচিয়ে চাকাটি খাড়া করল সে। তার পর চাকার উপর সামনের পা তুলে পেটে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে থাকল হস্তীশাবকটি।
কয়েক সেকেন্ড সে ভাবে দাঁড়িয়ে থাকার পর আবার নেমে পড়ে হাতিটি। তার পর শুঁড় দিয়ে ঠেলতে ঠেলতে চাকাটিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায় সে। চাকার উপর ওঠার চেষ্টা চালিয়ে যেতে থাকে ছোট্ট হাতি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী মিষ্টি ভিডিয়ো! নতুন খেলনা পেয়ে বেজায় খুশি হাতির ছানাটি।’’