Viral Video

ছাত্রীর খাতায় ফোন নম্বর লেখায় অধ্যক্ষের তিরস্কার, দুঃখে মদ খেয়ে স্কুলের বারান্দায় ঘুমিয়েই পড়লেন শিক্ষক! ভাইরাল ভিডিয়ো

স্কুল ছুটি হওয়ার পর অতিরিক্ত মদ্যপান করেন সেই শিক্ষক। পরে বাড়ি না গিয়ে তিনি চলে যান স্কুলে। স্কুলে ঢুকে বারান্দায় ঘুমিয়ে পড়েন মদ্যপ শিক্ষক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৫:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন তরুণ শি‌ক্ষক। সে কথা জানাজানি হওয়ায় স্কুলের অধ্যক্ষ‌ের কাছে কড়া কথা শুনতে হয়েছিল তাঁকে। বকা খেয়ে মনখারাপ হওয়ায় স্কুল ছুটির পর মদ্যপান করেছিলেন তিনি। তার পর আবার স্কুলে প্রবেশ করে বাইরের বারান্দায় ঘুমিয়ে পড়েন মদ্যপ শিক্ষক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার এই ঘটনাটি রাজস্থানের বাড়মেরের একটি স্কুলে ঘটেছে। ক্লাস চলাকালীন ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন সেই স্কুলের তরুণ শিক্ষক। জানতে পেরে শিক্ষককে বকাবকি করেছিলেন স্কুলের অধ্যক্ষ। শিক্ষকের দাবি, তিনি বাড়িভাড়ার সন্ধান করছিলেন। সেই প্রয়োজনেই ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন।

অধ্যক্ষের কাছে কড়া কথা শোনার পর মনখারাপ হয়ে যায় শিক্ষকের। স্থানীয়দের একাংশের দাবি, স্কুল ছুটি হওয়ার পর অতিরিক্ত মদ্যপান করেন সেই শিক্ষক। পরে বাড়ি না গিয়ে তিনি চলে যান স্কুলে। স্কুলে ঢুকে বারান্দায় ঘুমিয়ে পড়েন শিক্ষক।

Advertisement

বিকেলে স্কুলের মাঠে বাচ্চারা খেলতে গেলে শিক্ষককে বারান্দায় শুয়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে অন্য গ্রামবাসী-সহ স্কুলের কর্মীদের খবর পাঠায় তারা। খবর পেয়ে সেখানে পৌঁছোন স্থানীয়েরা। ক্রমাগত ডাকাডাকি করার পরেও ঘুম ভাঙে না শিক্ষকের। পরে মদ্যপ শিক্ষককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

স্কুল অধ্যক্ষের দাবি, স্কুলে নির্মাণকাজ চলার কারণে ছুটির পরেও সদর দরজা খোলা ছিল। দরজা খোলা দেখে স্কুলের ভিতর ঢুকে পড়েছিলেন ওই শিক্ষক। তাঁর আচরণের তীব্র সমালোচনা করেছেন অধ্যক্ষ। ওই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement