ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেঘলা দিনে গাড়ি চালিয়ে রাস্তার ধারে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ গাড়ি থামিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়লেন তিনি। রাস্তার ধারে একটি কাক এবং সিগালের মধ্যে ‘লড়াই’ বেধেছে। সিগালের ডানা কামড়ে টানাটানি করছে কাকটি। সিগালটিও তার ডানা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কাকের শক্তির সঙ্গে পেরে উঠছে না সে। কাকটিও ছাড়বার পাত্র নয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘গাল্সসিও’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সিগালের ডানা ঠোঁট দিয়ে চেপে ধরেছে একটি কাক। ডানায় কামড় বসিয়ে টেনে নেওয়ার চেষ্টা করছে কাকটি। সিগালটি যন্ত্রণায় ছটফট করছে। কাকের এই আক্রমণ থেকে মুক্তি পেতে চাইছে সে।
আশপাশে অন্য সিগালেরাও বসে রয়েছে, কেউ আবার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বন্ধুকে বিপদ থেকে বাঁচাতে কেউ এগিয়ে গেল না। কাকের পাশেই একটি সিগাল বসেছিল। পরিস্থিতি দেখে সে অন্য দিকে উড়ে চলে গেল।
কোনও ক্রমে ডানা তুলে কাকের ঠোঁট থেকে ডানা ছাড়িয়ে ফেলল সিগালটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি পোস্ট করে পোস্টদাতা লিখেছেন, সম্ভবত এলাকা দখল করতে অথবা খাবারে ভাগ বসানো নিয়ে কাকের আক্রমণের মুখে পড়তে হয়েছিল সিগালটিকে। পরে ডানাটি ছাড়িয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায় সে।