Viral Video

‘আমি ক্যাটম্যান!’ মাকড়সার মতো দেওয়ালে হেঁটে দুরন্তপনা দেখাল দস্যি বিড়াল, মজার ভিডিয়ো ভাইরাল

বুকে ভর দিয়ে দেওয়ালের এক দিক থেকে অন্য দিকে হেঁটে যাচ্ছে একটি বিড়াল। কিছু ক্ষণ এ ভাবে দস্যিপনা দেখানোর পর এক লাফে বিছানায় নেমে পড়ে দৌড় দিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:৩১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চার পায়ে তো দিব্যি হেঁটে বেড়ানো যায়, এ আবার এমন কথা কী! জীবনে একটু দস্যিপনা না থাকলে কি চলে? তাই বিড়াল আর বিড়ালসুলভ আচরণ করল না। মাকড়সা, টিকটিকির মতো দেওয়াল বেয়ে হাঁটতে হাঁটতে বিছানায় লাফ দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ক্যাট্সলভ১এনজিএস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল তার চার পায়ে ভর দিয়ে দেওয়ালে খাড়া দাঁড়িয়ে পড়েছে। তার পর বুকে ভর দিয়ে দেওয়ালের এক দিক থেকে অন্য দিকে হেঁটে যাচ্ছে সে। কিছু ক্ষণ এ ভাবে দস্যিপনা দেখানোর পর এক লাফে বিছানায় নেমে পড়ে দৌড় দিল সে।

এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিড়ালটি নিশ্চয়ই স্পাইডারম্যান দেখে অনুপ্রাণিত। এখন নিজেকে ক্যাটম্যান ভাবছে।’’ আবার এক জন নেটব্যবহারকারীর কথায়, ‘‘এই বিড়ালটি তো ভারী দস্যু! প্রাণে এক ফোঁটা ভয়ও নেই দেখছি। এক বার পড়ে গেলেই সব খেলা বেরিয়ে যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement