Viral Video

মাঝসমুদ্রে দৈত্যাকার নীল তিমি! বিরল দৃশ্যের সাক্ষী থেকে হতভম্ব হয়ে গেলেন দুই তরুণী, ভাইরাল ভিডিয়ো

সমুদ্রের স্পষ্ট জলে তিমিটির চলাফেরা বেশ ভাল ভাবে লক্ষ করা হচ্ছে। জেটির পাশ দিয়ে খুব শান্ত ভাবে দৈত্যাকার তিমিটি সাঁতার কেটে চলে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১২:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বান্ধবীর সঙ্গে জেটিতে চেপে সমুদ্রে সফর করার ইচ্ছা জেগেছিল তরুণীর। কিন্তু সমুদ্রযাত্রায় তিনি ‌যে এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকবেন তা কল্পনাও করতে পারেননি। তাদের জলযানের পাশ দিয়ে দৈত্যাকার নীল তিমিকে সাঁতরে যেতে দেখলেন তরুণী। নীল তিমির আয়তন দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মেগানউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিশাল আকারের তিমি সাঁতার কেটে যাচ্ছে। সমুদ্রের স্পষ্ট জলে তিমিটির চলাফেরা বেশ ভাল ভাবে লক্ষ করা যাচ্ছে। জেটির পাশ দিয়ে খুব শান্ত ভাবে দৈত্যাকার তিমিটি সাঁতার কেটে চলে গেল। জেটিতে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন এক তরুণী।

এই ঘটনাটি পশ্চিম অস্ট্রেলিয়ার বুসেলটনের সমুদ্রে ঘটেছে। অস্ট্রেলিয়ায় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় বুসেলটন জেটিতে যাত্রা করছিলেন তরুণী। তাঁর সঙ্গে ছিলেন তরুণীর বান্ধবীও। মাঝসমুদ্রে সফর চলাকালীন তাঁরা যে নীল তিমিটি দেখতে পেয়েছিলেন সেটি আসলে পিগমি ব্লু হোয়েল প্রজাতির।

Advertisement

২৪ মিটার দীর্ঘ এই বিরল তিমির দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তিমির আকার-আয়তন দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার অবিশ্বাস করে লিখেছেন, ‘‘এত বড় তিমি বাস্তবে নেই। ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement