ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রতিবেশীর কুকুরের সঙ্গে রয়েছে প্রেম-পীরিতের সম্পর্ক। কিন্তু দায়িত্ব নেওয়ার পরিস্থিতি তৈরি হলে সব ভালবাসায় জল ঢেলে দিল একটি পিটবুল। সদ্যোজাত সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডন ‘‘তোবেচুকয়ু’’ এড’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর হাতের মুঠোয় সদ্যোজাত কুকুরছানাকে ধরে রয়েছেন। তাঁর সামনে বসে রয়েছে একটি পিটবুল। বার বার কুকুরছানাটির সঙ্গে পিটবুলের আলাপ করানোর চেষ্টা করছেন তরুণী।
কিন্তু সেই কুকুরছানার দিকে তাকাতেই নারাজ পিটবুল। দেওয়ালের দিকে সোজা তাকিয়ে রয়েছে সে। তাকে দেখে মনে হচ্ছে, কুকুরছানার উপস্থিতি সে গ্রাহ্যই করছে না। আসলে, ওই পিটবুলটি যাঁর বাড়ির পোষ্য, তাঁর প্রতিবেশীর বাড়িতে একটি স্ত্রী কুকুর রয়েছে। প্রতিবেশীর কুকুরটি হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার নেপথ্যে রয়েছে সেই পিটবুল। সঙ্গিনী সোহাগে ভরিয়ে দিলেও ভালবাসার ফল মেনে নিতে রাজি নয় পিটবুলটি।
তরুণী প্রতিবেশী ভেবেছিলেন, তাঁর পোষ্যের সন্তান জন্ম নেওয়ার পর তার সঙ্গে দেখা করাতে নিয়ে যাবেন। সদ্যোজাত সন্তানকে দেখে আদরে ভরিয়ে দেবে পিটবুলটি। কিন্তু তার মধ্যে পিতৃসুলভ কোনও আচরণ লক্ষ করা গেল না। বরং সন্তানকে দেখেই মুখ ফিরিয়ে নিল সে। সোজা দেওয়ালের দিকে তাকিয়ে রইল পিটবুলটি।
তরুণী তখন বললেন, ‘‘এই যে তোমার ছেলে। তুমি ওর দায়িত্ব নিতে চাও না? এমন ভাবে দায় অস্বীকার করবে তুমি?’’ সে কথা শুনে কুকুরছানার দিকে তাকালেও গম্ভীর হয়ে এক জায়গায় বসে রইল পিটবুলটি। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কর্ম করেছে। কিন্তু ফলের আশা না করেই। তাই আর সন্তানের দায়িত্ব নিতে চাইছে না পিটবুলটি।’’