ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতি দেখতে খাঁচার বাইরে ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। সামনে ঝোঁকার সময় এক তরুণ পর্যটকের মাথা থেকে টুপি খুলে পড়ে যায় খাঁচার ভিতর। পর্যটকের ‘রক্ষাকর্তা’ হয়ে হাজির হয় হাতিটি। খাঁচার ভিতর থেকে টুপিটি শুঁড়ে পেঁচিয়ে তরুণের দিকে এগিয়ে যায় সে। তার পর শুঁড় তুলে টুপিটি ফিরিয়ে দেয় হাতিটি। পর্যটককে সাহায্য করে সে এত আনন্দ পায় যে, শুঁড় তুলে নাচ করতে শুরু করে দেয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফিনিক্সটিভি_নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতির খাঁচার ভিতর এক তরুণ পর্যটকের টুপি পড়ে গিয়েছে। তা নজরে পড়তেই টুপিটি শুঁড়ে পেঁচিয়ে আবার তরুণকে ফিরিয়ে দিল হাতিটি। এই ঘটনাটি সম্প্রতি চিনের শানডং চিড়িয়াখানায় ঘটেছে। টুপি ফিরিয়ে দিয়ে বেজায় আনন্দ পেল খাঁচার হাতি।
ভালবেসে হাতিটিকে খেতে দিলেন তরুণ। ‘পুরস্কার’ পেয়ে যেন নাচানাচি আরও বেড়ে গেল হাতিটির। পর্যটকদের সামনে দাঁড়িয়ে শুঁড় তুলে, ঘাড় দুলিয়ে দুলিয়ে নাচ করল সে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিটি কী মিষ্টি! ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’