ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার এক দিকে পাহাড়, অন্য দিকে খাদ। তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু মাঝপথেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। মাঝরাস্তায় তখন ভালুক এবং কাঠবিড়ালির ‘যুদ্ধ’ চলছে। তা দেখে গাড়ির ভিতর থেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন গাড়ির চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কমনসেন্সঅনমার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কাঠবিড়ালি রাস্তায় জোরে দৌড়োচ্ছে। তার পিছনে তাড়া করেছে একটি মস্ত বড় ভালুক। কাঠবিড়ালির সঙ্গে যদিও দৌড়ে পাল্লা দিতে পারছিল না ভালুকটি। সে অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবুও পালাতে গিয়ে আবার ভালুকের দিকে মুখ ফিরিয়ে দৌড়োতে শুরু করল কাঠবিড়ালিটি।
তার পর শূন্যে লাফ দিয়ে ভালুকের মুখে এক ঘুষি মারল সে। হঠাৎ কাঠবিড়ালির কাছে মার খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ভালুকটি। রাস্তার মধ্যে গোল গোল করে ঘুরতে শুরু করে দিল সে। অন্য দিকে, সুযোগ বুঝে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল দুষ্টু কাঠবিড়ালি। ভালুকটিও মনমরা হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে রইল। ভিডিয়োটি দেখে হেসে কুটিকুটি নেটপাড়ার একাংশ। তবে, ভিডিয়োর সত্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অধিকাংশ নেটাগরিকের দাবি, এই ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে।