Viral Video

শিকার-শিকারির সম্পর্ক ছেড়ে বন্ধুত্ব! বুনো শূকরছানার সঙ্গে খেলা করায় সন্তানকে বকুনি চিতাবাঘের, ভাইরাল ভিডিয়ো

যাকে শিকার করার কথা তার সঙ্গেই নিজের সন্তান খেলাধুলা করছে দেখে চটে গেল মা চিতাবাঘ। থাবা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল তার শাবককে। তবুও থামল না চিতাবাঘের ছানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল মা চিতাবাঘ। হঠাৎ একটি গাছের আড়াল থেকে উঁকি দিয়ে তাদের দিকে তাকাল বুনো শুয়োরের এক শাবক। শাবককে দেখে সে দিকে দৌড়ে গেল চিতাবাঘের ছানা। মা চিতাবাঘ ভাবল, ছোট থেকেই তার সন্তানের মধ্যে শিকারের প্রবৃত্তি জেগেছে।

Advertisement

কিন্তু মায়ের ধারণা ভেঙে চুরমার করে দিল চিতাবাঘের শাবক। বুনো শুয়োরের সন্তানের সঙ্গে খেলা করতে শুরু করে দিল সে। শিকার-শিকারির সম্পর্ক ভুলে খেলায় মেতে যেতে দেখে সন্তানকে বকাও দিল মা চিতাবাঘ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘রবার্ট_লেটোলুয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চিতাবাঘের এক শাবক গাছের তলায় দাঁড়িয়ে বুনো শুয়োরছানার সঙ্গে খেলা করছে। গাছের তলায় দুই খুদে মিলে দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে। এই ঘটনাটি কেনিয়ার জঙ্গলে ঘটেছে। চিতাবাঘের শাবকের সঙ্গে তার মা থাকলেও বুনো শুয়োরের শাবকটি ছিল একা। তার আশপাশে কোনও অভিভাবক ছিল না।

Advertisement

জঙ্গলের নিয়ম অনুযায়ী, যাকে শিকার করার কথা তার সঙ্গেই নিজের সন্তান খেলাধুলা করছে দেখে চটে গেল মা চিতাবাঘ। থাবা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল তার শাবককে। তবুও থামল না চিতাবাঘের ছানা। বুনো শুয়োরের সন্তানের সঙ্গে খেলাধুলা চালিয়ে গেল সে। সন্তানের কাণ্ডকারখানা দেখে লজ্জায় অপমানে যেন লাল হয়ে গেল মা চিতাবাঘ।

শাবককে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল সে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। চিতাবাঘের শাবকের এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাচ্চাদের সরল মন। শিকার-শিকারির সমীকরণ না বুঝে খেলাধুলা করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement