Viral Video

মুদ্রাস্ফীতিতে জর্জরিত দেশ, হাওয়ায় নোটের বৃষ্টি! ব্রাজ়িলের প্রতিবেশী দেশের ভিডিয়ো ভাইরাল হতেই ঝড় নেটপাড়ায়

একটি ট্রাকের পিছনে বাক্সভর্তি নোট রয়েছে। নোটে ভর্তি একগাদা বাক্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। বাক্স থেকে মুঠো মুঠো করে নোট তুলছেন এবং হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১২:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নোটের সঙ্গে আর সাধারণ কাগজের কোনও পার্থক্য নেই। উচ্চ মুদ্রাস্ফীতিতে জর্জরিত শহরের এক তরুণ বাসিন্দা তাই হাওয়ায় নোটের পর নোট উড়িয়ে যাচ্ছেন। কেউ আবার রাস্তা থেকে মুঠো মুঠো নোট তুলে তা অযত্নে মুড়ে ফেলছেন। ট্রাকে যে বাক্সভর্তি নোট পড়ে রয়েছে, তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন প্রত্যক্ষদর্শীরা। অর্থের প্রতি যেন তাঁদের কোনও টানই নেই আর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডক্টর শীতল যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ট্রাকের পিছনে বাক্সভর্তি নোট রয়েছে। নোটে ভর্তি একগাদা বাক্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। বাক্স থেকে মুঠো মুঠো করে নোট তুলছেন এবং হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন তিনি। একনজরে দেখে মনে হচ্ছে যেন নোটের বৃষ্টি হচ্ছে।

আশপাশের লোকজন অবশ্য তা নিয়ে ব্যতিব্যস্ত নন। রাস্তা থেকে অযত্নে কয়েকটি নোট মুঠোয় মুড়ে নিলেন এক ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ভেনেজুয়েলার সিটি স্কোয়্যার এলাকায় ঘটেছে। দিনের পর দিন ব্রাজ়িলের প্রতিবেশী দেশের অর্থনৈতিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে।

Advertisement

‘হাইপারইনফ্লেশন’ অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায়। সেটি এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে মুদ্রাস্ফীতির হার অত্যন্ত বেশি এবং দ্রুত গতিতে বাড়তে থাকে। এর ফলে স্থানীয় মুদ্রার প্রকৃত মূল্য দ্রুত কমে যায় এবং সমস্ত পণ্যের দাম অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পায়। দেশের এমন পরিস্থিতিতে টাকা মূল্যহীন হয়ে পড়েছে বলে এ ভাবেই প্রতিবাদ জানাচ্ছেন তরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement