Viral Video

‘এ জমির ভাগ দেব না’, মাঠের মধ্যে পা ঠুকে নিজের ‘অধিকারবোধ’ খাটাচ্ছে খুদে, বাদ পড়ছে না ভেড়াও, মজার ভিডিয়ো ভাইরাল

একটি ভেড়ার সামনে দাঁড়িয়ে এক শিশু অনবরত পা ঠুকে যাচ্ছে। ভেড়াটিও ওই শিশুকে অবিকল নকল করে তার সামনের এক পা তুলে মাটিতে ঠুকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ০৯:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছিল ভেড়ার দল। দৌড়োতে দৌড়োতে সে দিকে চলে যায় এক খুদে। ভেড়াকে দেখে খেলাধুলার মেজাজে চলে যায় সে। আবার নিজের অধিকারবোধ খাটাতে শুরু করে দেয় একরত্তি। মাঠের উপর পা ঠুকে ‘এ জমি আমার’— তা বোঝাতে চায় সে। ভেড়াটিও কোনও অংশে কম যায় না। মাঠের মধ্যে ভেড়াটিও পা ঠুকতে শুরু করে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বুইটেনজেনবাইডেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভেড়ার সামনে দাঁড়িয়ে এক শিশু অনবরত পা ঠুকে যাচ্ছে। ভেড়াটিও ওই শিশুকে অবিকল নকল করে তার সামনের এক পা তুলে মাটিতে ঠুকছে। দু’জনেই পালা করে করে পা ঠুকছে মাটিতে। ওই একরত্তি যত জোরে পা ঠুকছে, ভেড়াটি তার চেয়েও বেশি জোরে পা ঠোকার চেষ্টা করছে।

তাদের পা ঠোকার কায়দা দেখে মনে হচ্ছে যে, জমির উপর কার অধিকার বেশি তা নিয়ে জোরদার তর্ক চলছে। পা ঠুকে ঠুকে নিজেদের ‘অধিকারবোধ’ খাটাচ্ছে তারা। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘শিশুটি পা ঠুকে জমির উপর নিজের কর্তৃত্ববোধ বোঝানোর চেষ্টা করছে। ভেড়াটিও কিছু কম যায় না। কেউই নিজের অধিকার ছাড়তে রাজি নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement