Viral Video

‘প্যান্ট পরে আসুন’! ভার্চুয়াল শুনানিতে স্রেফ অন্তর্বাস পরা পুলিশকর্মীকে দেখে নির্দেশ বিরক্ত বিচারকের, ভাইরাল ভিডিয়ো

সন্দেহ হওয়ায় শুনানি চলাকালীন এক বিচারক প্রশ্ন করেন, ‘‘আপনি কি প্যান্ট না পরে বসেছেন?’’ প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পড়েন ওই পুলিশকর্মী। কোনও রকমে ‘না’ বলে ক্যামেরা সরিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল পুলিশ আধিকারিকের। বাড়ি থেকেই অনলাইন মাধ্যমে সেই শুনানিতে যোগ দিলেন তিনি। ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন আরও দুই বিচারক। শার্টের তলায় ফুলপ্যান্ট না পরে শুধু অন্তর্বাস পরেছিলেন তিনি। তা বুঝতে পেরে অস্বস্তি বোধ করতে শুরু করেন দুই বিচারক। সরাসরি তা নিয়ে প্রশ্নও করে ফেলেন এক বিচারক। অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা সরিয়ে ফেলেন পুলিশকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সে চিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়‌েছে যে, অনলাইন মাধ্যমে ভার্চুয়াল শুনানিতে দুই বিচারকের সামনে বয়ান দিচ্ছিলেন ম্যাথু জ্যাকসন। পেশায় তিনি এক পুলিশকর্মী। তাঁর পরনে নীল রঙের শার্ট। শার্টে লাগানো রয়েছে পুলিশের ব্যাজ। তবে নিয়ম মেনে পুরো ইউনিফর্ম পরেননি ম্যাথু। শার্টের তলায় ফুলপ্যান্ট না পরে শুধুমাত্র অন্তর্বাস পরে শুনানিতে বসে পড়েছিলেন তিনি।

ক্যামেরায় যে তা ধরা পড়ে যাবে, তা বুঝতে পারেননি। বিচারকের সন্দেহ হওয়ায় শুনানি চলাকালীন ম্যাথুকে প্রশ্ন করেন, ‘‘আপনি কি প্যান্ট না পরে বসেছেন?’’ বিচারকের প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। কোনও রকমে ‘না’ বলে ক্যামেরা সরিয়ে দেন। এমন ভাবে ক্যামেরাটি রাখেন যাতে তাঁর মুখটুকুই দেখতে পান বিচারকেরা। পরিস্থিতি বুঝে আবার শুনানি সংক্রান্ত আলোচনা শুরু হয়।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এই ঘটনাটি আমেরিকার ডেট্রয়টে ঘটেছে। মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানো নিয়ে ভার্চুয়াল শুনানি চলছিল। অনলাইন মাধ্যমে সেই শুনানিতে উপস্থিত ছিলেন ম্যাথু এবং দুই বিচারক। বিচারকদের মধ্যে এক জন ছিলেন মহিলা। নিয়মমাফিক ইউনিফর্ম পরে শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল ম্যাথুর। ইউনিফর্ম মেনে শার্ট এবং পুলিশের ব্যাজ পরলেও প্যান্ট না পরে বসে পড়েছিলেন ম্যাথু।

তিনি ভেবেছিলেন, ক্যামেরা এমন ভাবে রাখবেন, যাতে বিচারকদের চোখে তাঁর পুরো পোশাক ধরাই পড়বে না। কিন্তু ম্যাথুর পরিকল্পনা সফল হয়নি। বিষয়টি জানাজানি হলে সেখানকার পুলিশপ্রধান টড বেটিসন বিচারকদের কাছে ম্যাথুর তরফে ক্ষমাপ্রার্থনা করেন এবং ম্যাথুর অপেশাদারিত্ব নিয়ে সমালোচনাও করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement