Panda on Hammock

চাদরের দোলনা বনাম ছোট্ট পান্ডা! হাল না ছাড়া লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল কে? ভাইরাল ভিডিয়ো

এমনিতেই পান্ডাদের দেখতে আদুরে। তাদের সাদা-কালো শরীরে কালো ছোপ দেওয়া চোখ দেখলেই মন ভাল হয়ে যায় দর্শকদের। তা সে মন দিয়ে বাঁশপাতা চিবোক বা থপথপে শরীরে ঘুরে বেড়াক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৭:১৭
Share:

প্রতীকী ছবি।

দোলনায় দুলতে কার না ভাল লাগে! এক পান্ডারও ইচ্ছে হয়েছিল চাদরের দোলনায় গা এলিয়ে একটু জিরিয়ে নিতে। কিন্তু দোলনা কিছুতেই সেই ইচ্ছে পূরণ হতে দিল না! ঘুরে, পেঁচিয়ে, উল্টেপাল্টে পান্ডাকে নাস্তানাবুদ করে ছাড়ল দু’দিকে দড়ি দিয়ে বাঁধা এক টুকরো চাদর। দোলনাকে কব্জা করতে পান্ডার আপ্রাণ চেষ্টার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Advertisement

এমনিতেই পান্ডাদের দেখতে আদুরে। তাদের সাদা-কালো শরীরে কালো ছোপ দেওয়া চোখ দেখলেই মন ভাল হয়ে যায় দর্শকের। তা সে মন দিয়ে বাঁশপাতা চিবোক বা থপথপে শরীরে ঘুরে বেড়াক। পান্ডাদের সব হাবভাবই ‘মিষ্টি’। এই ভিডিয়োতেও ছোট্ট পান্ডার কার্যকলাপ দেখে মজা পেয়েছেন নেটাগরিকেরা। কারণ ভিডিয়োয় দেখা যাচ্ছে পান্ডাটি যত বারই চাদরের দোলনায় ওপরে ওঠার চেষ্টা করছে, তত বার ব্যর্থ হচ্ছে।

ফোলা ফোলা তুলোর বলের মতো শরীরটাকে সে কিছুতেই গুছিয়ে রাখতে পারছে না চাদরের উপরে। এক বার প্রায় উঠে পড়েও শেষ মুহূর্তে আবার পড়ে যায় দোলনা থেকে। শেষে মাটিতে শুয়েই দোলনার উপর যত রাজ্যের রাগ দেখায় সে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন