Sick Leave

অসুস্থতার বাহানা দিয়ে ছুটি নিয়ে ঘুরতে গেলেন তরুণ! বসের কাছে ধরিয়ে দিল ইনস্টাগ্রাম রিল, তার পর...

রেডিট পোস্টে অভিজ্ঞতা শেয়ার করে কর্মী জানিয়েছেন, কুর্গের হোমস্টেতে থাকাকালীন এক জনের নাচের ইনস্টাগ্রাম রিলে তাঁকে ট্যাগ করা হয়। আর তাতেই তিনি ধরা পড়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৯:০৫
Share:

—প্রতীকী ছবি।

অফিসে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে কুর্গ বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না ভারতীয় কর্মীর। বন্ধু একটি ইনস্টাগ্রাম রিলে তাঁকে ট্যাগ করতেই তা ওই কর্মীর বসের নজরে পড়ে। হাতেনাতে ধরা পড়ে যান তিনি। নিজের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা সমাজমাধ্যম রেডিটে নিজেই জানিয়েছেন ওই কর্মী।

Advertisement

রেডিট পোস্টে অভিজ্ঞতা শেয়ার করে কর্মী জানিয়েছেন, কুর্গের হোমস্টেতে থাকাকালীন এক জনের নাচের ইনস্টাগ্রাম রিলে তাঁকে ট্যাগ করা হয়। আর তাতেই তিনি ধরা পড়ে যান। ওই কর্মী লিখেছেন, ‘‘গত মাসে আমি কুর্গে ভ্রমণের জন্য ছুটি নিয়েছিলাম। আমার ম্যানেজারকে বলেছিলাম যে আমার পেটের সমস্যা হয়েছে। হোমস্টেতে এক জনের নাচের রিলে আমাকে ট্যাগ করা হয়েছিল। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ভাইরাল হতেই তা বসের নজরে পড়ে।’’ আর তার পরেই তাঁর বস্‌ সেই ইনস্টাগ্রাম লিঙ্কটি তাঁকে মেল করেন। মেলে তিনি লেখেন, ‘‘আশা করি তোমার পেট ভাল আছে।’’ তবে বসের কাছে মুখ পোড়ার পরেও তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি বলেই ওই কর্মী জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি এখনও চাকরি করি। কিন্তু তার পর থেকে আমাকে আর বাড়ি থেকে কাজে বসতে দেওয়া হচ্ছে না। আমার বস্‌ এখন আর আমাকে বিশ্বাস করেন না।’’

ওই কর্মীর সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অনেক নেটাগরিক সেই পোস্ট দেখেছেন। পোস্টটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাস্যকর। তবে এ ভাবে মিথ্যা বলে ছুটি নেওয়া উচিত নয়। এতে বিশ্বাসযোগ্যতা কমে। ছুটির দরকার হলে সত্যি কথা বলে নিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement