ছবি: এক্স থেকে নেওয়া।
দিব্যি ছানাপোনা নিয়ে জলে ভেসে বেড়াচ্ছিল মা-হাঁস। চিড়িয়াখানার ঘেরাটোপে নিশ্চিন্ত মনে সাঁতার কাটছিল তিনটি ছানাসমেত হাঁসটি। খেয়ালও করেনি কখন পিছনে এসে দাঁড়িয়েছে সাক্ষাৎ মৃত্যুদূত। শিকারকে কব্জা করার জন্য জলে নামার সুযোগ খুঁজতে শুরু করে একটি বিশাল লোমশ প্রাণী। জলে নেমে একের পর এক হাঁসের বাচ্চাকে মুখে পুরে জলখাবার সারল এক বাদামি ভালুক। সেই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করে চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশু দর্শক। সেই ঘটনারই একটি ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ২০২৪ সালের সিয়াটলের উডল্যান্ডের একটি চিড়িয়াখানায় ঘটে যাওয়া ঘটনাটি নতুন করে প্রচুর মানুষ দেখতে শুরু করেছেন। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কলিন রাগ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জলের ধারে ভালুকের আস্তানার সামনে কাচে ঘেরা অংশে ভিড় জমিয়েছেন নানা বয়সি দর্শক। বেশ বড়সড় ভালুকটি হাঁসগুলিকে জলে চরতে দেখে ঘুরে ঘুরে জলে নামার জায়গার সন্ধান করতে থাকে। জায়গা পেতেই জলে নেমে দ্রুত এগিয়ে এসে একটি ছানাকে দু’হাতে ধরে খপ করে ধরে মুখে পুরে দেয়। ভিডিয়োয় লেখা হয়েছে ভালুকটির বয়স দুই ও নাম জুনিপার। দর্শক চিৎকার করে ভালুকটিকে নিবৃত্ত করার চেষ্টা করলেও কোনও হেলদোল ছিল না জুনিপারের। একাধিক হাঁসের বাচ্চাকে উদরস্থ করে জল থেকে উঠে চলে যায় নিজের আস্তানার দিকে। ছোট ছোট দর্শক সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
ভিডিয়োটি এক বছর আগে পোস্ট করা হলেও নতুন করে সেটি আবার প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োটি ৭০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ২৪ হাজার লাইক জমা পড়েছে তাতে। প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন । এক জন লিখেছেন, ‘‘প্রকৃতির এটা নিয়ম।’’ চিড়িয়াখানার দর্শকের আচরণের সমালোচনা করে কয়েক জন লিখেছেন, ‘‘জঙ্গলের নিয়ম মানতে না পারলে প্রাণীদের সামনে এসেছেন কেন?’’