ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাইকের পিছনের আসনে বসেছিলেন এক বৃদ্ধ। রাস্তার বাঁকে বাইক দাঁড় করিয়ে ওই বৃদ্ধকে নামাচ্ছিলেন চালক। বাইকের সামনেই দাঁড়িয়েছিল দু’টি গরু। তাদের সঙ্গে ছিল একটি বাছুরও। গরুগুলি শান্ত ভাবেই দাঁড়িয়েছিল রাস্তার মুখে। বৃদ্ধকে বাইক থেকে নামতে দেখে হঠাৎ খেপে গেল তারা। গুঁতো মেরে রাস্তায় আছড়ে ফেলে গরু দু’টি অনবরত লাথি মারতে লাগল সেই বৃদ্ধকে। বৃদ্ধকে কামড়েও দিল তারা।
গরুর আক্রমণে রাস্তায় শুয়ে ছটফট করছিলেন বৃদ্ধ। তাঁকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েন এক স্থানীয়। তাঁকেও গুঁতো মেরে রাস্তায় ফেলে দেয় একটি গরু। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার এই ঘটনাটি বিহারের বানকা জেলার পুনিসিয়া গ্রামে ঘটেছে। বাইক থেকে এক বৃদ্ধকে নামতে দেখে সে দিকে ছুটে যায় দু’টি গরু। গুঁতো দিয়ে বৃদ্ধকে ধাক্কা মেরে রাস্তায় আছড়ে ফেলে তারা। গরুর হাত থেকে বাঁচার জন্য ওই বৃদ্ধ উঠে পালানোর চেষ্টা করলেও একটি গরু আবার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
তার পর চলতে থাকে লাথি, কামড়। আক্রমণ করার সময় বৃদ্ধের উপর বসেও পড়ে একটি গরু। বিপদ দেখে বৃদ্ধকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়েরা। বৃদ্ধকে সেখান থেকে হাত ধরে টেনে অন্য দিকে সরিয়ে নিয়ে যান তাঁরা। কিন্তু গরু দু’টি পিছু নেয় বৃদ্ধের। ভিড়ের মধ্যে ঢুকে বার বার বৃদ্ধকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে তারা।
গরুদের হাত থেকে রেহাই পেতে লাঠি, পাথর দিয়ে তাদের মারতে শুরু করেন স্থানীয়েরা। এক ব্যক্তি বড় লাঠি নিয়ে তাড়া করেন গরুদের। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তিনিও পড়েন বিপদে। তাঁকে রাস্তায় আছড়ে ফেলে একটি গরু সেই ব্যক্তির বুকের উপর বসে পড়ে। স্থানীয়েরা লাঠি দিয়ে মারতে মারতে শেষ পর্যন্ত গরুগুলিকে তাড়াতে সফল হন। দুই আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।