—প্রতীকী ছবি।
বাগানে প্রচণ্ড রোদের তাপে ‘আগুন’ হয়ে থাকা একটি পাথরের উপর বসেছিলেন। কিন্তু নিতম্বে তাপ অনুভব করা সত্ত্বেও হাঁটুর সমস্যা থাকার কারণে সঙ্গে সঙ্গে উঠতে পারেননি মহিলা। তাঁর চিৎকার শুনে প্রতিবেশী যখন দৌড়ে আসেন তখন যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ‘থার্ড-ডিগ্রি বার্ন’ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় ওই মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্য চিনের হুবেই প্রদেশের জিয়াংইয়াং শহরে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, জিয়াংইয়াং শহরে বাড়ির বাগান পরিষ্কারের সময় ক্লান্ত হয়ে একটি পাথরের উপর বসে পড়েন ওয়াং নামে ৭২ বছর বয়সি বৃদ্ধা। কিন্তু পাথরটি প্রচণ্ড রোদে উত্তপ্ত হয়ে ছিল। মহিলার হাঁটুর সমস্যা থাকার কারণে নিতম্বে তাপ অনুভব করলেও উঠতে পারেননি। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন এক প্রতিবেশী। বৃদ্ধাকে ধীরে ধীরে পাথর থেকে তোলেন। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রোদের তাপে আগুন হয়ে থাকা পাথরটির উপর মাত্র ১০ সেকেন্ড বসার কারণেই গুরুতর ভাবে দগ্ধ হন বৃদ্ধা।
জানা গিয়েছে, সন্ধ্যার পরে বৃদ্ধা তাঁর নিতম্বে অসহ্য ব্যথা এবং ফোলা ভাব অনুভব করেন। পরের দিন হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, মহিলার নিতম্বে ‘থার্ড-ডিগ্রি বার্ন’ হয়েছে।
সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)’-এর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক কিয়ান বেন জানিয়েছেন, বৃদ্ধার নিতম্বে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে। কিয়ান বলেছেন, ‘‘থার্ড-ডিগ্রি পোড়ার অর্থ ত্বকের কলার সম্পূর্ণ স্তরটি পুড়ে গিয়েছে এবং ওষুধ দিয়ে তা নিজে থেকে সারানো যাবে না। নেক্রোটিক কলা অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়।’’ পাশাপাশি বিষয়টি প্রসঙ্গে জনসাধারণকে সতর্ক করে কিয়ান জানিয়েছেন, তাপপ্রবাহের সময় ধাতু এবং পাথরের মতো উপাদানগুলি বিপজ্জনক ভাবে গরম হয়ে উঠতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে শরীরে ফোস্কা ফেলতে পারে।
বৃদ্ধার নিতম্ব পুড়ে যাওয়ার ঘটনাটি নেটপাড়াতেও হইচই ফেলেছে। এক নেটাগরিক বিষয়টি প্রসঙ্গে লিখেছেন, ‘‘একবার রোদে উত্তপ্ত হয়ে যাওয়া বাইকের আসনে বসে আমার নিতম্ব পুড়ে গিয়েছিল। সকলে খুব সাবধান থাকবেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘গরমকালে অনেক ক্ষণ ধরে রোদে থাকা কোনও বস্তুর উপর চট করে বসে পড়বেন না। তার আগে পরীক্ষা করে দেখে নেবেন, সেটি কতটা উত্তপ্ত হয়ে রয়েছে।”