Viral Video

সমুদ্রে নামার পরেই হাঙরের দলের হামলা, কামড়ে ক্ষতবিক্ষত যুবকের শরীর! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

মঙ্গলবার বিকেলে বন্ধুকে সঙ্গে নিয়ে ডুবসাঁতার কাটতে নেমেছিলেন ৪০ বছর বয়সি ওই যুবক। কিছু ক্ষণের মধ্যেই তাঁর উপরে হামলা চালায় একদল হাঙর। হাতে গুরুতর চোট পান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:৩৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ফ্লরিডার সমুদ্রে ডুবুরির পোশাকে সাঁতার কাটতে নেমেছিলেন দুই যুবক। হঠাৎ তেড়ে এল একঝাঁক হাঙর। এক ডুবুরিকে লক্ষ্য করে হামলা চালাল তারা। একের পর এক কামড় বসাল শরীরে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল ওই যুবককে। মঙ্গলবার বিকেলে ফ্লরিডায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকালে বন্ধুকে সঙ্গে নিয়ে ডুবসাঁতার কাটতে নেমেছিলেন ৪০ বছর বয়সি ওই যুবক। কিছু ক্ষণের মধ্যেই তাঁর উপরে হামলা চালায় একদল হাঙর। হাতে গুরুতর চোট পান তিনি। তাঁকে ছটফট করতে দেখে প্রাথমিক ভাবে উদ্ধারকারীরা সাহায্যের জন্য ছুটে যায়। আহত যুবককে জলের বাইরে বার করে আনা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, জল থেকে উদ্ধারের পর ওই যুবককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‘হলিউড ফায়ার রেসকিউর’ দলের মুখপাত্র চাই কাফম্যান জানিয়েছেন, ওই যুবক আপতত সুস্থ রয়েছেন। তবে তিনি স্থানীয় না বাইরে থেকে ঘুরতে আসা কোনও পর্যটক তা এখনও জানা যায়নি। সৈকতে ঘুরতে যাওয়া পর্যটকদের হাঙরের হামলা নিয়ে সতর্কও করেছেন কাফম্যান। তাঁর কথায়, ‘‘সৈকতে ঘুরতে যান, তবে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। সমুদ্রে নামার সময় সতর্ক থাকুন কারণ সেটি সামুদ্রিক প্রাণীদের বাসস্থান, আমাদের নয়।’’

Advertisement

যুবকের উপর হাঙরের হামলার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এবিসি নিউজ়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! কোনও সন্দেহ নেই যে হাঙর পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সমুদ্রে নেমে আরও সাবধানি হওয়া উচিত ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement