Viral Video

খাবার খুঁজতে গিয়ে নিজেই খাবার! কুমিরের পেটে গেল কুকুর, ভাইরাল ভিডিয়োয় শোকের ছায়া

জল থেকে উঠে এল ভয়ানক কুমির। কুকুরকে এক কামড়ে কুমিরটি টেনে নিয়ে গেল জলের গভীরে। সেই শিহরণ জাগানো ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জলাশয়ের কাছে এক মনে খাবার খুঁজছে নিরীহ কুকুর। কিন্তু প্রাণ বাঁচানোর রসদ খুঁজতে এসে যে নিজের প্রাণ খোয়াতে হবে সেটি বুঝতে পারেনি অবলা জীবটি। কুকুরটি যখন খাবার খুঁজছিল, সেই সময়ে জল থেকে উঠে এল ভয়ানক কুমির। এক কামড়ে কুমিরটিকে টেনে নিয়ে গেল জলের গভীরে। সেই শিহরণ জাগানো ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ের ধারে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। কুকুরটি নিজের মনে খাবারের সন্ধান করছে। আশেপাশে কী ঘটছে সেই বিষয়ে বিশেষ নজর নেই তার। কুকুরটির এই আনমনা ভাবই বিপদ ডেকে আনল তার জন্য। খাবারের খোঁজ করতে গিয়ে নিজেই খাবারে পরিণত হল কুকুরটি। জল থেকে উঠে এল মস্ত বড় একটি কুমির। কুকুরটির পেট বরাবর কামড়ে ধরল কুমিরটি। বিশাল সরীসৃপটি এক টানে কুকুরটিকে জলাশয়ের মধ্যে নিয়ে চলে গেল। বহু চেষ্টা করেও নিজেকে কুমিরের কব্জা থেকে ছাড়াতে পারল না কুকুরটি। কাঁদতে কাঁদতে হার স্বীকার করে নিল। কুমিরটি শিকার মুখে নিয়ে জলের গভীরে চলে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় দু’লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। কুকুরের এই করুণ পরিণতি দেখে নেটাগরিকেরা দুঃখ পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement