Dehradun

বিশেষ একটি শর্ত পূরণ করলে যোগ দেওয়া যাবে ফেয়ারওয়েলে! নির্দেশিকা জারি করে বিপাকে স্কুল

দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আয়োজিত ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে পারবেন। তবে তার জন্য পূরণ করতে হবে একটি নির্দিষ্ট শর্ত। এমনই নির্দেশিকা জারি করে তোপের মুখে পড়লেন উত্তরাখণ্ডের একটি স্কুলের প্রধানশিক্ষক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১
Share:

—প্রতীকী ছবি।

দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আয়োজিত ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে পারবে। তবে তার জন্য পূরণ করতে হবে একটি নির্দিষ্ট শর্ত। এমনই নির্দেশিকা জারি করে তোপের মুখে পড়লেন উত্তরাখণ্ডের একটি স্কুলের প্রধানশিক্ষক। সংবাদমাধ্যম নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বীরপুরের আর্মি পাবলিক স্কুলে। অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম নীলম কৌশিক। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও হইচই পড়েছে। নেটাগরিকদের মনে কৌতূহল, পড়ুয়াদের কী এমন শর্ত দিয়েছিলেন ওই প্রধানশিক্ষক?

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্মি পাবলিক স্কুলের ওই প্রধানশিক্ষক নির্দেশিকা জারি করেছিলেন, প্রি-বোর্ড পরীক্ষায় যে সব পড়ুয়া ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, একমাত্র তারাই ফেয়ারওয়েল পার্টিতে যোগ দেওয়ার সুযোগ পাবে। ৬০ শতাংশের নীচে নম্বর পাওয়া পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হবে না।

আর সেই নির্দেশিকার পরেই হইচই পড়ে যায়। প্রতিবাদ জানায় এক দল পড়ুয়া। হইচই পড়ে সমাজমাধ্যমেও। এর পরেই ওই প্রধানশিক্ষকের কাছে জবাব তলব করে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন। কেন এই ভাবে কিছু ছাত্রকে ফেয়ারওয়েল পার্টিতে যোগ না দিতে বলে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই প্রশ্নও করা হয়েছে।

Advertisement

গত ২ ফেব্রুয়ারি খবরটি প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও তাঁরা সে ভাবে কোনও জবাব দেননি। তবে তাঁদের দাবি, অভিভাবকদের সঙ্গে পরামর্শের পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement