Viral Video

তাড়াহুড়োয় কাদায় পিছলে পড়ল ছোট্ট হাতি, খুদেকে সামলাতে এগিয়ে গেল বাকিরা, ভিডিয়ো ভাইরাল

রাস্তা পার হতে গিয়ে কাদায় পিছলে পড়ে গেল একটি বাচ্চা হাতি। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় দলের অন্য হাতিরা। বাচ্চা হাতিটিকে ঘিরে ফেলে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলেই রাস্তা পার হচ্ছিল হাতির দল। রাস্তায় জল-কাদা জমেছিল। তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে সেই কাদায় পা পিছলে পড়ে গেল একটি বাচ্চা হাতি। তাকে সামলাতে সেখানে ছুটে গেল দলের বড়রা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘পিউবিটিআর্থ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়েছেন পর্যটকেরা। হঠাৎ গাড়ির সামনে পড়ে যায় হাতির দল। রাস্তা পার হতে গিয়ে কাদায় পিছলে পড়ে গেল একটি বাচ্চা হাতি। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় দলের অন্য হাতিরা।

বাচ্চা হাতিটিকে ঘিরে ফেলে তারা। হাতিটিকে গড়িয়ে পড়তে দেখে হাসতে শুরু করে দেন গাড়ির চালক। গাড়িটিকে ধীরে ধীরে পিছিয়ে নিয়ে যান তিনি। গাড়িতে বসে থাকা এক পর্যটক ক্যামেরা বার করে হাতির দলের ছবি তুলতে শুরু করেন। ঘটনাটি কোথাকার তা এখনও জানা যায়নি। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিটি যে ভাবে পড়ে গেল তা দেখেই হাসি পাচ্ছে। ভিডিয়োটি বেশ মজার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement