মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন নির্মলা সীতারামনের কন্যা বাঙ্ময়ী পরকালা। পেশাগত জীবন এবং সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন নির্মলার কন্যা।
১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম বাঙ্ময়ীর। তাঁর পিতা পরকালা প্রভাকর পেশায় রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের বিবিধ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তাঁর পদমর্যাদা রাজ্যের অন্য মন্ত্রীদের সমতুল্য ছিল।
পরিবারের সকলে রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত থাকলেও তা থেকে বাঙ্ময়ী ছিলেন শতহস্ত দূরে। এমনকি প্রচারের আলোয় থাকতেও পছন্দ করেন না তিনি।
দিল্লির এক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক হন বাঙ্ময়ী। ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি।
উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান বাঙ্ময়ী। সেখানকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
পড়াশোনা শেষ করে সাংবাদিকতা নিয়েই কেরিয়ার গড়ে তোলেন বাঙ্ময়ী। বর্তমানে লেখালেখি এবং চিত্রসাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
ছবি তোলার শখ রয়েছে বাঙ্ময়ীর। নিজের সমাজমাধ্যমের পাতায় অধিকাংশ সময় তাঁর তোলা ছবিই পোস্ট করেন নির্মলা-কন্যা।
২০২৩ সালের জুন মাসে প্রতীক দোশী নামে এক তরুণকে বিয়ে করেন বাঙ্ময়ী। বেঙ্গালুরুতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
নির্মলার জামাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ।
গুজরাতের বাসিন্দা প্রতীক। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীর দফতর পরিচালনার দায়িত্ব পালন করতেন তিনি।
২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতীককে প্রধানমন্ত্রীর দফতরে নিযুক্ত করা হয়।
২০১৯ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর দফতরে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ পদে নিযুক্ত করা হয় প্রতীককে।