২০ দিন আগে সেই সংস্থায় এক তরুণ নতুন চাকরি নিয়ে ঢোকেন। তার আগে মাইক্রোসফ্‌ট সংস্থায় চাকরি করতেন সেই তরুণ। মোটা বেতনও পেতেন তিনি।
Bizarre

মাইক্রোসফ্‌ট ছেড়ে ঢুকেছিলেন নতুন সংস্থায়, কাজের চাপ না থাকায় ২০ দিন পর চাকরিই ছেড়ে দিলেন তরুণ!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৮:০৬
Share:

—প্রতীকী ছবি।

কাজের নতুন সুযোগ খুঁজছিলেন তরুণ। তাই মাইক্রোসফ্‌ট সংস্থায় মোটা বেতনের চাকরি ছেড়ে দিয়ে অন্য সংস্থায় চাকরিতে ঢোকেন তিনি। কিন্তু সেখানে এক মাসও কাজ করতে পারলেন না তরুণ। তরুণের অভিযোগ, কাজের চেয়ে বেশি আরাম করা হয় সেই সংস্থায়। তাই নতুন চাকরি পেয়েও ছেড়ে দিলেন তিনি। তাঁরই এক সহকর্মী তরুণের কাণ্ডের বর্ণনা দিয়ে সমাজমাধ্যমের পাতায় লিখেছেন (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মনীষা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এক তরুণের চাকরি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে লেখা হয়েছে। পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার মনীষা। সিঙ্গাপুরের একটি প্রযুক্তি সংস্থায় চাকরি করেন তিনি। ২০ দিন আগে সেই সংস্থায় এক তরুণ নতুন চাকরি নিয়ে ঢোকেন।

তার আগে মাইক্রোসফ্‌ট সংস্থায় চাকরি করতেন সেই তরুণ। মোটা বেতনও পেতেন তিনি। কিন্তু কাজের নতুন সুযোগ চান বলে আগের চাকরি ছেড়ে দেন। কিন্তু নতুন চাকরির সুখ বেশি দিন জুটল না তরুণের। ২০ দিন পরে নিজেই চাকরি ছেড়ে দিলেন তিনি।

Advertisement

মনীষার দাবি, তিনি দু’বছর ধরে একই সংস্থায় কাজ করছেন। তবে তরুণের অভিযোগ, সেই সংস্থায় নাকি কাজের কোনও চাপ নেই। তাঁর যখন ৪৫ বছর বয়স হয়ে যাবে, তখন তিনি এই ধরনের আরামের চাকরি করবেন। তার আগে চাপে থেকেই কাজ করতে চান তিনি। তাই ২০ দিনের মাথায় চাকরি ছেড়ে চলে যান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement