Viral Video

পোশাক খুলে ‘প্যারেড’ বিমানের মধ্যে! ককপিটে প্রবেশের চেষ্টা, মহিলার ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের মধ্যে চিৎকার করতে পোশাক খুলে ফেলছেন এক মহিলা যাত্রী। এর পর চিৎকার করতে করতেই বিমানের মধ্যে ‘প্যারেড’ করতে থাকেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১২:১৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পোশাক খুলে আধ ঘণ্টা নগ্ন হয়ে বিমানের মধ্যে ‘প্যারেড’ করলেন এক মহিলা যাত্রী! যার ফলে যাত্রা স্থগিত করত বাধ্য হল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমান। সোমবার আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি নিউজ়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান হিউস্টন থেকে ফিনিক্সের উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা একে একে বিমানে চড়ছিলেন। তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। বিমানে থাকা এক যাত্রীকে দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দেন ওই মহিলা। সমস্ত পোশাক খুলে ফেলে বিমানের সামনের দিকে হাঁটতে শুরু করেন। চিৎকারও শুরু করেন তিনি। অন্য এক যাত্রী এনবিসি নিউজ়কে বলেন, ‘‘মহিলা যাত্রী নগ্ন হয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটতে শুরু করেন। জোরে জোরে চিৎকারও করেন। কারও কথা শুনছিলেন না। বাকি যাত্রীরা অস্বস্তিতে পড়ে যান।’’ বিমানের অন্দরে বিশৃঙ্খলার কারণে বিমানটি রানওয়েতেই দাঁড়িয়ে থাকে। পুলিশে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরে ওই মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

Advertisement

সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের মধ্যে চিৎকার করতে পোশাক খুলে ফেলছেন এক মহিলা যাত্রী। এর পর চিৎকার করতে করতেই বিমানের মধ্যে ‘প্যারেড’ করতে থাকেন তিনি। তাঁকে দেখে বাকি যাত্রীরা হতবাক হয়ে যান। ককপিটেও প্রবেশের চেষ্টা করেন ওই মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমান থেকে নামিয়ে দেওয়ার পর ওই মহিলা যাত্রীর মানসিক অবস্থা খতিয়ে দেখার জন্য তাঁকে হিউস্টনের হ্যারিস হেল্‌থ বেন টাউব হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করে জানান যে, মহিলা মানসিক রোগে ভুগছেন। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই খবর।

Advertisement

বৃহস্পতিবার ‘আনলিমিটেড এলএস’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে ওই মহিলার সমালোচনা করে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement