Advertisement Campaign

পুরনো প্রেমকে টয়লেট পেপারে মুড়ে ছুড়ে ফেলুন কমোডে, প্রেম সপ্তাহে ভাইরাল হল বিজ্ঞাপন

বিজ্ঞাপনের শিরোনাম "ফ্লাশ ইওর এক্স"। অর্থাৎ আপনার প্রাক্তন কে বর্জ্য পদার্থের মতোই জল দিয়ে ধুয়ে ফেলুন। বিজ্ঞাপনদাতার দাবি, তারা এই কাজে সাহায্য করবে। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৮
Share:

জব উই মেট ছবির দৃশ্যটা মনে আছে? যে খানে করিনা কাপুর খানের চরিত্র গীত তার পুরনো প্রেমিকার ছবি ছিঁড়ে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেয়! সেই একই রকম মানসিক শান্তি এই ভ্যালেন্টাইনস ডে'তে পেতে পারেন প্রেমে প্রতারিত যে কেউ! একটি সংস্থার দেওয়া এমনই বিজ্ঞাপন হইচই ফেলেছে প্রেমিক কুলে।

Advertisement

বিজ্ঞাপনের শিরোনাম "ফ্লাশ ইওর এক্স"। অর্থাৎ আপনার প্রাক্তন কে বর্জ্য পদার্থের মতোই জল দিয়ে ধুয়ে ফেলুন। বিজ্ঞাপনদাতার দাবি, তারা এই কাজে সাহায্য করবে। কী ভাবে?

যিনি প্রেমিক বা প্রেমিকার কাছে দাগা পেয়েছেন, তাঁদের শুধু পুরনো সম্পর্কের ঝাঁপিটি আর একটিবার খুলতে হবে। সেখান থেকে টেনে বার করতে হবে ইনিয়ে বিনিয়ে লেখা চিঠি। সোজা কথায় প্রেম পত্র। সংস্থাটি সেই সব প্রেম পত্রের ছবি দেওয়া টয়লেট পেপার বানিয়ে দেবে আপনাকে। যাকে ময়লা মুছে কমোডের ভিতরে ছুড়ে ফেলে দিয়ে এই প্রেম দিবসে মানসিক শান্তি পাবেন আপনি।

Advertisement

এই বিজ্ঞাপন বহু প্রেমিক প্রেমিকার নজর কেড়েছে। উদ্যোগের প্রশংসাও করেছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement