Viral Video

নিজে বল করছেন, ব্যাটও করছেন নিজেই! মহাকাশে ‘উড়ন্ত’ নভোশ্চরের বেসবল খেলার ভিডিয়ো ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে বেসবল খেলছেন কোইচি। প্রথমে তাঁকে বল ছুড়তে দেখা যায়। এর পর শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভেসে ভেসে বলের আগে চলে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:১৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

নিজেই বল করছেন। উড়ে উড়ে উল্টো দিকে গিয়ে ব্যাটও করছেন নিজেই! আবার উড়ে এসে বল ধরছেন। সময় কাটাতে মহাকাশযানের মধ্যে এ ভাবে নিজের সঙ্গেই বেসবল খেলতে দেখা গেল এক নভোশ্চরকে। মহাকাশে নভোশ্চরের ওই ভাবে বেসবল খেলার ভিডিয়োটি শেয়ার করেছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাস্কের পোস্ট করা ভিডিয়োয় যে নভোশ্চরকে দেখা গিয়েছে তিনি কোইচি ওয়াকাতা। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ‘জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জ়াক্সা)’ মডিউলের ভিতরে থাকার সময় বেসবল খেলার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন জাপানের ওই প্রাক্তন নভোশ্চর। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় বেসবল খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে বেসবল খেলছেন কোইচি। প্রথমে তাঁকে বল ছুড়তে দেখা যায়। এর পর শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভেসে ভেসে বলের আগে চলে যান তিনি। ব্যাট তুলে নিয়ে নিজেরই ছোড়া বলে মারেন। এর পর বলটি অন্য দিকে যাওয়ার সময় আবার বলটিকে ধাওয়া করে সেটিকে ধরে ফেলেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি শেয়ার করেছেন ইলন।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে জাপানের নভোশ্চর হিসাবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালে জ়াক্সা থেকে অবসর নেন কোইচি। পাঁচটি মহাকাশ অভিযানে ৫০০ দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement