ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মেয়েবেলায় পুতুল খেলার সঙ্গে আমরা সকলেই বেশ পরিচিত। পুতুলের বিয়ে দেওয়া, তার বিয়েতে বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়ানো—এই সকল নানা মধুর স্মৃতি ঘিরে রয়েছে প্রায় প্রত্যেকটি তরুণীর মেয়েবেলা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সে রকমই এক মেয়েবেলার খেলাধুলার ভিডিয়ো। কিন্তু এখানে পুতুলের আসনে রয়েছে দু’টি বাঁদর। সেই দুই বাঁদরের জন্মদিন পালন করছে একদল নাবালিকা। বাঁদর দু’টিকে জন্মদিনের বিশেষ সাজে সাজানোও হয়েছে। সামনে রাখা হয়েছে একটি ডিজ়নি প্রিন্সেস থিম কেক, মাথায় পরানো হয়েছে জন্মদিনের টুপি। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’টি টুলের উপর চুপটি করে বসে রয়েছে দু’টি বাঁদর। বাঁদর দুটির মধ্যে বয়সের যে একটু পার্থক্য রয়েছে সেটা তাদের উচ্চতার পার্থক্য দেখলেই বোঝা যাচ্ছে। তাদের পরনে রয়েছে দু’টি লাল ও গোলাপি রঙের ফ্রক। বাঁদর দু’টিকে ঘিরে বসে রয়েছে একদল নাবালিকা। নাবালিকারা সকলে মিলে তাদের বাঁদর বন্ধুদের জন্মদিন পালন করছে। বাঁদর দু’টির সামনে রাখা রয়েছে একটি গোলাপি রঙের ডিজ়নি প্রিন্সেস থিম কেক, মাথার রয়েছে গোলাপি রঙের জন্মদিনের টুপি। নাবালিকারা সকলে বেজায় খুশি। বাঁদর দু’টির চোখেমুখেও রয়েছে আনন্দের ছাপ। নাবালিকারা হাততালি দিয়ে বাঁদর দু’টিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। সঙ্গে সঙ্গে একটি বাঁদর লজ্জা পেয়ে হাতের পাতা দিয়ে নিজের ছোট্ট মুখটি ঢেকে দিল। অন্য বাঁদরটি চোখ পিটপিট করতে করতে নাবালিকাদের দিকে চেয়ে দেখল। তার পর দুই বাঁদরই অবাক চোখে মোমবাতি জ্বলা কেকটির দিকে চেয়ে রইল। কিন্তু এক বারের জন্যও তারা কোনও দুষ্টুমি করল না। মন ভাল করা দুই বাঁদরের মিষ্টি জন্মদিন পালনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘নিতামঙ্কি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।