Viral Video

পশুরাজকে স্নান করাচ্ছেন ‘মামুলি’ তরুণ, হাত দিয়ে গা ডলে ময়লাও তুলে দিচ্ছেন! ভাইরাল দুঃসাহসীর ভিডিয়ো

লোহার শিকল দিয়ে বেঁধে রাখা সিংহের গায়ে পাইপ দিয়ে জল ঢেলে স্নান করাচ্ছেন এক তরুণ। নিজের হাত দিয়ে ‘জঙ্গলের রাজা’র গা-ও ডলে দিচ্ছেন তিনি। সুবোধ বালকের মতো চুপটি করে বসে রয়েছে সিংহটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১০:৫৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বৈশাখের তপ্ত দুপুরে ঠান্ডা জলে স্নান করলে যেন ক্লান্ত শরীরে প্রাণ ফিরে পাওয়া যায়। জল থেকে দশ হাত দূরে থাকা কুকুর-বিড়ালেরাও এই সময় রাস্তাঘাটে জমা জল খুঁজে বেড়ায়, যাতে একটু আয়েস করে বসতে পারে। চিডিয়াখানাতেও এই সময় সেখানে থাকা অবোলা প্রাণীদের স্বস্তিতে রাখার জন্য নানা ব্যবস্থা করা হয়। কিন্তু সিংহকে নিজের হাতে জল ঢেলে কেউ স্নান করাতে যায় না। যতই সে জঙ্গলের রাজা হোক, তাকে রাজার চালে রাখার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ খুব কমই রয়েছে। কিন্তু সেই কম সংখ্যক মানুষদের মধ্যেই এক জনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। লোহার শিকল দিয়ে বেঁধে রাখা সিংহের গায়ে পাইপ দিয়ে জল ঢেলে স্নান করাচ্ছেন এক তরুণ। নিজের হাত দিয়ে ‘জঙ্গলের রাজা’র গা-ও ডলে দিচ্ছেন তিনি। সুবোধ বালকের মতো চুপটি করে বসে রয়েছে সিংহটি। দেখে মনে হচ্ছে স্নান করতে পেরে সে বেজায় শান্তি পেয়েছে। বিস্ময়কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাত-পা ছড়িয়ে বসে রয়েছে ‘জঙ্গলের রাজা’। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তারই ‘প্রিয় প্রজা’, এক জন তরুণ। সিংহটিকে স্নান করাবেন বলে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। শুরু হল স্নান করানো। প্রথমে সিংহটির পেটের কাছটায় পাইপের সাহায্যে জল দিয়ে দিয়ে ডলে দিলেন তিনি। সিংহটি মাথা নীচু করে চুপচাপ তার পেটের দিকে তাকিয়ে থাকল, তবে এক বারের জন্যও তরুণকে আটকাল না। উপরন্তু সে পিছনের পা আরও ফাঁক করে দিল যাতে ভাল করে ডলা যায়। তরুণও সিংহের একটি পা নিজের হাত দিয়ে ধরে রেখে, পেটের কাছটা জল দিয়ে ভাল করে পরিষ্কার করতে থাকলেন। পেটের পর চলে গেলেন সোজা পশুরাজের মাথায়। কিন্তু মাথায় জল পড়ার ব্যাপারটা সিংহটির ঠিক মনে ধরল না। মাথায় জল পড়তেই সে চোখ-মুখ কুঁচকে মাথাটা সরিয়ে নিল। কিন্তু তরুণ সিংহের পছন্দ-অপছন্দকে পাত্তা দিতে নারাজ। তিনি এগিয়ে গিয়ে সিংহের মাথায় ও পিঠে পাইপ দিয়ে জল দিতে থাকলেন। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা ভাল করে হাত দিয়ে ডলেও দিলেন তিনি। সিংহটি বশ্যতা স্বীকার করে নিল। চুপ করে বসে বসে মাথা থেকে মুখের কাছে পড়া এক-দু’ফোটা জল চেটে চেটে খেতে থাকল সে। তার পর তরুণ গেলেন সিংহের মুখের কাছে। সিংহটিও তাঁকে দেখে এগিয়ে গেল। কিন্তু আক্রমণাত্মক ভাবে নয়, বরং আদুরে ভঙ্গিতেই সে এক পা-দু’পা বাড়িয়ে এগিয়ে গেল তরুণের দিকে। তরুণ এ বারও সিংহের আবদারে পাত্তা দিলেন না। তার গায়ে আবারও জল দিতে লাগলেন। সিংহটিও সরে গেল, ‘সুবোধ বালক’ সেজে চুপটি করে বসে পড়ল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘আলিখানএকরিয়্যাল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি লাইক ও কমেন্ট করেছেন। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটির মন্তব্যবাক্সে তরুণের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন। তরুণের এই কাজ তাঁদের মনে ধরেনি। নেটাগরিকদের মতে সিংহটি নিজেকে পরিষ্কার রাখতে জানে। তরুণের উচিত প্রাণীটিকে চেন দিয়ে আটকে না রেখে জঙ্গলে ছেড়ে আসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement