Viral Video

স্পিডবোট দেখে হাঁ করে তাড়া করল জলহস্তী, কামড় বসাতে দিল ডুবসাঁতারও! ভিডিয়ো ভাইরাল

একটি স্পিডবোটের পিছনে সাঁতার কেটে রীতিমতো ছুটে চলেছে একটি জলহস্তী। মুখ হাঁ করে দাঁত বার করে দ্রুত বেগে স্পিডবোটের দিকে এগিয়ে যাচ্ছে সে। যেন সুযোগ পেলেই কামড় বসিয়ে দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্পিডবোটে চেপে ঘুরতে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু জলপথে অনাগত অতিথির আগমন পছন্দ হয়নি জলহস্তীর। তাই রেগে গিয়ে কামড়ানোর জন্য স্পিডবোটের পিছনে ছুটল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অ্যান১ম্যালস_ওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি স্পিডবোটের পিছনে সাঁতার কেটে রীতিমতো ছুটে চলেছে একটি জলহস্তী। মুখ হাঁ করে দাঁত বার করে দ্রুত বেগে স্পিডবোটের দিকে এগিয়ে যাচ্ছে সে। যেন সুযোগ পেলেই কামড় বসিয়ে দেবে। জলহস্তীর এই কাণ্ড দেখে স্পিডবোটের গতি আরও বাড়িয়ে দিলেন এক তরুণ।

স্পিডবোটে বসে থাকা অন্য যাত্রীরা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। জলহস্তীটি যেন স্পিডবোটটির আরও কাছাকাছি যেতে পারে সে জন্য সে দিতে থাকল ডুবসাঁতারও। কিন্তু শত চেষ্টা করেও সে স্পিডবোটের কাছে পৌঁছতে পারল না। ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি যদি সেই মুহূর্তে স্পিডবোটে বসে থাকতাম তা হলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলতাম।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রকৃতির কাছাকাছি যাওয়ার এই মজা! নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement