ছবি: এআই সহায়তায় প্রণীত।
দীর্ঘ দিন ধরে স্ত্রীকে লুকিয়ে শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। গত ২৩ অগস্ট শ্যালিকাকে নিয়ে পালিয়েও গেছিলেন যুবক। তার এক দিন পর আবার যুবকের বোনকে নিয়ে পালালেন তাঁরই শ্যালক। উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে সেই অদ্ভুত ঘটনাটি ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে হইচইও পড়ে কমলুপুর গ্রামে। অবশেষে উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, কমলুপুর গ্রামের বাসিন্দা কেশব কুমার নামে ২৮ বছর বয়সি ওই যুবক ছ’বছর ধরে বিবাহিত। দুই সন্তানও রয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গত ২৩ অগস্ট ১৯ বছর বয়সি কল্পনাকে নিয়ে পালিয়েও যান। উভয় বাড়িতেই ‘খোঁজ-খোঁজ’ রব ওঠে। তবে এর পর দিন আরও এক কাণ্ড ঘটে। কেশবের ১৯ বছর বয়সি বোনকে নিয়ে ঘর ছাড়েন কেশবের শ্যালক রবীন্দ্র।
দুই যুগল পর পর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায়। নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় দু’পক্ষের তরফে। শুরু হয় তদন্ত। এর পর গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই খুঁজে বার করে পুলিশ। উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয়। ফলে পুলিশের তরফে আর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
নবাবগঞ্জের এসএইচও অরুণ কুমার শ্রীবাস্তবের কথায়, ‘‘আমরা ১৪ এবং ১৫ সেপ্টেম্বর যুগলদের খুঁজে বার করি। সমস্যার সমাধানের জন্য দুই পরিবারের সদস্যেরা থানায় আসেন। তবে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়নি। ঠান্ডা মাথায় মীমাংসা করে দুই পরিবারের সদস্যেরা।’’ উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে বলে খবর।