Viral Video

শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ধূমপান! বাধা দেওয়ায় পাল্টা চোটপাট করলেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন এক তরুণী। সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন এক পুরুষ সহযাত্রী। তাঁকে সিগারেট ফেলে দিতে বলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন তরুণী। বারণ করায় শুরু করলেন পাল্টা চোটপাট! এমনকি, পুলিশ ডাকার হুমকিতেও কাজ হল না। চাঞ্চল্যকর তেমনই একটা ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন এক তরুণী। সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন এক পুরুষ সহযাত্রী। তাঁকে সিগারেট ফেলে দিতে বলেন। ক্যামেরাবন্দি করাও শুরু করেন তরুণীর কীর্তি। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন তরুণী। জ্বলন্ত সিগারেট নিয়েই পাল্টা তর্ক করতে থাকেন। ওই পুরুষ যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘ট্রেনে ধূমপান নিষিদ্ধ। বাইরে ধূমপান করুন। এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। আপনি জানেন না কী হতে পারে?’’ উত্তরে তরুণী বলেন, ‘‘আপনি আমার ভিডিয়ো করছেন। ভুল করছেন। এখনই ভিডিয়োটি মুছে ফেলুন।’’ তর্কাতর্কি আরও তীব্র হলে তরুণীকে এ-ও বলতে শোনা যায়, ‘‘আমি আপনার টাকায় ধূমপান করছি না। এটি আপনার ট্রেন নয়। দরকার হলে পুলিশকে ফোন করুন।’’ এর পর সিগারেট নিয়েই নিজের আসনে বসে পড়েন তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মঞ্জুল খট্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দৃষ্টি আকর্ষণ করেছে রেল কর্তৃপক্ষেরও। ওই পোস্টের প্রতিক্রিয়ায় ভারতীয় রেল ব্যবহারকারীদের সহায়তার জন্য থাকা এক্স হ্যান্ডল ‘রেলওয়ে সেবা’ জানিয়েছে যে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। রেলে ধূমপান করে অন্য যাত্রীদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement