IIT Baba of Mahakumbha

‘মনে মনে জানতাম ঠিক...’, ভারতের পাক-বধের পর সুর বদলালেন আইআইটি বাবা, চাইলেন ক্ষমাও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে-বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মাদের দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৬
Share:

আইআইটি বাবা ওরফে অভয় সিংহ। ছবি: এক্স থেকে নেওয়া।

ভবিষ্যদ্বাণী করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী না মেলায় এবং ফল উল্টো হতেই সুর বদলালেন মহাকুম্ভে ভাইরাল সেই আইআইটি বাবা। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ে ক্ষমাও চাইলেন। যদিও তাঁর দাবি, ‘‘তিনি মনে মনে জানতেন যে ভারতই জিতবে।’’

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে-বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মাদের দল। কিন্তু সেই খেলার তিন দিন আগে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় আইআইটি বাবা ওরফে অভয় সিংহকে ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছিল। অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। ভাইরাল সেই ভিডিয়োয় আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছিল যে, “এ বার ভারত জিতছে না। নিশ্চিত যে ওরা হেরে যাবে।” ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেছিলেন, “আমি বলে দিলাম ভারত জিতবে না। ওরা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক!” তিনি এ-ও দাবি করেছিলেন, ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এ বারের ফলাফল ‘উল্টে’ দিয়েছেন। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দেয় সমাজমাধ্যমে। ক্ষোভপ্রকাশ করেন ভারতীয় দলের সমর্থকেরা।

তবে রবিবারের ম্যাচ শেষে দেখা যায় অভয়ের ভবিষ্যদ্বাণী মেলেনি। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের। আর তার পরেই ক্রিকেটপ্রেমীদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। সমাজমাধ্যমে মিমের বন্যা বয়ে যায় তাঁকে নিয়ে। কেউ কেউ তাঁকে অপয়া বলেও মন্তব্য করেন। এর পরেই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমাপ্রার্থনা করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভয় ওরফে আইআইটি বাবা। সেই পোস্টে তিনি লেখেন, ‘‘আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদ্‌যাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়। আমি কিন্তু মনে মনে জানতাম যে, ভারত জিতবে।’’

Advertisement

যদিও তার পরেও ছাড় পাননি আইআইটি বাবা। নেটাগরিকদের একাংশ ভাইরাল সেই ‘বাবা’কে ভবিষ্যদ্বাণী বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। স্রেফ আলোকবৃত্তে থাকার জন্য আলটপকা মন্তব্য না করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement