Viral Video

সেফটি পিনের পোশাক, বরফের ব্যাগ! এ কোন অবতারে ধরা দিলেন উরফি? ভাইরাল ভিডিয়ো

নতুন পোশাক তৈরি করতে ব্যস্ত উরফি। পাশাপাশি মোবাইল ফোন রাখবেন বলে একটি ব্যাগও তৈরি করছেন তিনি। জল গরম করে তা একটি পাত্রে ঢেলে তার মধ্যে ফোন রেখে দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৪:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যাগ গলে গলে পড়ছে। সারা শরীরে একগুচ্ছ সেফটি পিন লাগিয়ে ঘুরছেন। সেটিই তাঁর পোশাক। এমন অবতারেই ছবিশিকারের সামনে ধরা দিলেন নেটপ্রভাবী উরফি জাভেদ। পোশাক নিয়ে চর্চায় এসেই বিখ্যাত হয়েছেন তিনি। এখন আবার তিনি অভিনেত্রীও বটে। তবে পোশাক নিয়ে ‘গবেষণা’ করার অভ্যাস যায়নি তাঁর। সময়-সুযোগ পেলে নিত্যনতুন অবতারে হাজির হন উরফি। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।

Advertisement

উরফির পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, নতুন পোশাক তৈরি করতে ব্যস্ত তিনি। পাশাপাশি মোবাইল ফোন রাখবেন বলে একটি ব্যাগও তৈরি করছেন তিনি। জল গরম করে তা একটি পাত্রে ঢেলে তার মধ্যে ফোন রেখে দিলেন উরফি। ফোনের উপর একটি পাতলা চেন রেখে দিলেন তিনি। তার পর ডিপ ফ্রিজে পাত্রটি ঢুকিয়ে দিলেন। একের পর এক সেফটি পিন জুড়ে নকশা তৈরি করেছেন তিনি।

কালো রঙের একটি স্বল্পদৈর্ঘ্যের পোশাকের উপর সেফটি পিনের আবরণ পরে ফেললেন উরফি। ডিপ ফ্রিজে তত ক্ষণে বরফের ব্যাগ তৈরি। তা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন উরফি। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিলেন তিনি। অন্য দিকে বরফ গলতে শুরু করে দিয়েছে। মাটিতে জল পড়ছে। তবুও পোজ় দিয়ে চললেন উরফি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement