Viral Video

একটানা হর্ন বাজানোর ‘শাস্তি’, বাসচালকদের কানের কাছে নাগাড়ে একই হর্ন বাজাল পুলিশ!

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নাগাড়ে হর্ন বাজানো বাসচালকদের দাঁড় করাচ্ছে কর্নাটকের ট্র্যাফিক পুলিশ। ওই চালকদের বসানো হচ্ছে তাঁদেরই বাসের সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৪:১৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তায় নাগাড়ে হর্ন বাজানোয় কান ঝালপালা হচ্ছে পথচলতি মানুষের। ‘শাস্তি’ হিসাবে বাসচালকদের থামিয়ে তাঁদের কানের কাছে নাগাড়ে একই হর্ন বাজানোর অভিনব পন্থা নিল কর্নাটকের ট্র্যাফিক পুলিশ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নাগাড়ে হর্ন বাজানো বাসচালকদের দাঁড় করাচ্ছে কর্নাটকের ট্র্যাফিক পুলিশ। ওই চালকদের বসানো হচ্ছে তাঁদেরই বাসের সামনে। এর পর ট্র্যাফিক পুলিশ বাসে চড়ে তাঁদের কানের কাছে নাগাড়ে বাসের হর্ন বাজাচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় নাগাড়ে হর্ন বাজালে পথচারী এবং সাধারণ মানুষের কী রকম অসুবিধা হয়, তা বোঝানোর জন্যই কর্নাটক ট্র্যাফিক পুলিশের তরফে ওই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রচুর মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কর্নাটক ট্র্যাফিক পুলিশকে কুর্নিশ। নিজের দেওয়া ওষুধ নিজে খেলে কেমন লাগে এ বার ওই চালকেরা বুঝবেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। এঁদের এ ভাবে না শেখালে হবে না। সারা দেশে এই পন্থা অবলম্বন করা উচিত।’’ তবে শুধু বাস নয়, নাগাড়ে হর্ন বাজানো সব ধরনের গাড়ির চালকদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement