—প্রতীকী ছবি।
রোজ রাতে চিৎকার করে ডাকে পাশের বাড়ির মোরগ। ঘুমের ব্যাঘাত ঘটে। রেগে গিয়ে মোরগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবক। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে কেরলে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই বিষয়টি নিয়ে মজায় মেতেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাধাকৃষ্ণ কুরুপ নামে ওই যুবকের বাড়ি কেরলের পাথানামথিট্টা জেলার একটি গ্রামে। তাঁর অভিযোগ, রোজ রাত তিনটের সময় তারস্বরে চিৎকার করে প্রতিবেশী অনিল কুমারের পোষা মোরগ। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে তাঁর। ঘুম ভেঙে যায়। এর ফলে তাঁর স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ে। তাই শেষেমেশ অভিযোগ নিয়ে আদুর রাজস্ব বিভাগীয় অফিস (আরডিও)-এর দ্বারস্থ হন কুরুপ।
কুরুপ কর্মকর্তাদের জানিয়েছিলেন যে, তার প্রতিবেশী অনিলের পোষা মোরগ রোজ রাতে জোরে ডাক দিয়ে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটায়। একই জিনিস রোজ ঘটে। ফলে শান্তির ঘুম তাঁর আর জোটে না। অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেই কারণেই বিষয়টির বিহিত করার দাবি তুলেছেন তিনি।
সূত্রের খবর, কুরুপের থেকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে আরডিও অফিস। এর পর অনিলকে তাঁর পোলট্রি ফার্ম স্থানান্তর করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। আরডিও তাঁকে ১৪ দিনের মধ্যে বাড়ির ছাদ থেকে মোরগগুলি সরানোর নির্দেশ দিয়েছে বলে খবর।