jackpot lottery

১৫ বারের চেষ্টায় কোটিপতি! দুবাই বিমানবন্দরে কোটি কোটি টাকার লটারি জিতলেন কেরলের বাসিন্দা

সংযুক্ত আরব আমিরশাহির আজ়মানের বাসিন্দা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুল্লাচেরি ১৫ বছরেরও বেশি সময় ধরে এই ড্রতে অংশগ্রহণ করছেন। জ্যাকপট জেতার অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানান, কাঁধ থেকে যেন বড় বোঝা নেমে গেল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৩:০৭
Share:

ছবি: সংগৃহীত।

১৫ বছরের ধৈর্য ও আস্থার ফল মিলল হাতেনাতে। দুবাইয়ের একটি লটারিতে কোটি কোটি টাকা জিতলেন কেরলের এক বাসিন্দা । কর্মসূত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন ৫২ বছর বয়সি ভেনুগোপাল মুল্লাচেরি। দীর্ঘ দিন ধরেই তিনি লটারিতে ভাগ্যপরীক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই অধ্যবসায়ের ফলে আজ তিনি দুবাইয়ের ‘মিলেনিয়াম মিলিয়নেয়ার ড্র’-তে ১০ লক্ষ ডলার বা প্রায় ৮.৫ কোটি টাকার জিতেছেন। লটারি জেতার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুল্লাচেরি জানান, এই লটারি তাঁর জীবন বাঁচিয়ে দিয়েছে।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির আজ়মানের বাসিন্দা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুল্লাচেরি ১৫ বছরেরও বেশি সময় ধরে এই লটারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। জ্যাকপট জেতার অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানান, কাঁধ থেকে যেন বড় বোঝা নেমে গেল তাঁর। জীবনের কঠিন লড়াইয়ের সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছেন কোটিপতি লটারি বিজেতা। গত ২৩ এপ্রিল পরিবারের সঙ্গে দেখা করার জন্য ভারতে এসেছিলেন তিনি। ফিরতি পথে মুল্লাচেরি দুবাই বিমানবন্দরে একটি টিকিট কিনেছিলেন। সেই টিকিটের খেলার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে ৫০০তম বিজেতার নাম হিসাবে মুল্লাচেরির নাম ঘোষণা করা হয়েছে।

মুল্লাচেরি জানান, তিনি বেশ কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। বাড়ি তৈরির জন্য তাঁর মাথায় বিপুল ঋণের বোঝা চেপেছিল। এই জ্যাকপটটি তাঁর কাছে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। লটারির টাকা পেয়ে সমস্ত ঋণ শোধ করতে চান তিনি। তার পর পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটানোর পরিকল্পনাও আছে তাঁর। লটারি পেয়ে সংযুক্ত আরব আমিরশাহিতেই থাকতে চান তিনি। সেখানেই ব্যবসা করার চিন্তাভাবনা করছেন মুল্লাচেরি। থিতু হয়ে পরিবারকেও সেখানে নিয়ে চলে যাবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন কোটিপতি মুল্লাচেরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement