—প্রতীকী ছবি।
কোথাও গেলে সঙ্গিনীর সঙ্গেই যাবে। না হলে কোথাও যাবে না। সঙ্গিনীকে দাঁড়ে তুলেই গুটি গুটি পায়ে চলাফেরা করতে অভ্যস্ত পুরুষ কাঁকড়া। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অ্যাকোয়ারিয়ামওয়েন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক স্ত্রী কাঁকড়াকে দু’দিক দিয়ে পাঁজাকোলা করে হেঁটে বেড়াচ্ছে পুরুষ কাঁকড়া। কখনও বালির তলায় সঙ্গিনীকে নিয়ে লুকিয়ে পড়ছে। কখনও বা বালির উপরেই চলাফেরা করছে সে। কিন্তু সঙ্গিনীকে কাছছাড়া করছে না কোনও ভাবেই। তাকে কোলে করেই সব জায়গায় যাচ্ছে পুরুষ কাঁকড়াটি।
ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। ভিডিয়োয় ভালবাসার চিহ্নও এঁকে দিয়েছেন অনেকেই। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘স্ত্রীকে ছাড়া তো পুরুষ কাঁকড়াটি কোথাও যেতে চাইছে না। ভিডিয়োটি কিন্তু খুব মজার।’’ আবার এক জন লিখেছেন, ‘‘সঙ্গিনীকে যেন দু’চোখে হারাচ্ছে পুরুষ কাঁকড়াটি। পাছে তাকে ছেড়ে অন্য কোথাও চলে যায়।’’