traffic jam

Viral: ‘গাড়ির থার্ড, ফোর্থ আর ফিফ্থ গিয়ার বিক্রি করব, কেউ কিনবেন’?

বন্ধুর সেই আবেদেনই নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শ্রীকান্ত নামে এক টুইটার গ্রাহক। আর এই আবেদনকে ঘিরে হাসির রোল উঠেছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:৪৮
Share:

যানজটে নাকাল শহর।

যানজটে পড়ে বিরক্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। শহরের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ধৈর্য হারিয়ে ফেলে এক ব্যক্তি সরস আবেদন করলেন শহরবাসীদের উদ্দেশে।তিনি লিখলেন, ‘শহরের রাস্তায় এত যানজট যে গাড়ির থার্ড, ফোর্থ এবং ফিফথ গিয়ার কাজে লাগাতে হয় না। ফলে সেগুলি অব্যবহৃতই থেকে যাচ্ছে। তাই ভাবছি এই গিয়ারগুলির যখন কোনও কাজই নেই, এগুলি বিক্রি করে দেব। কেউ কিনবেন?’ ঘটনাটি বেঙ্গালুরু শহরের।

Advertisement

বন্ধুর সেই আবেদেনই নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শ্রীকান্ত নামে এক টুইটার গ্রাহক। আর এই আবেদনকে ঘিরে হাসির রোল যেমন উঠেছে, তেমনই আবার অনেকে বলেছেন, এটাই শহরের আসল ছবি। কোন পরিস্থিতিতে ওই ব্যক্তি এমন পোস্ট করেছেন সেটাও বুঝতে হবে। এক জন আবার ধান্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনাকে অসংখ্য ধন্যবাদ বেঙ্গালুরুর যান চলাচল পরিস্থিতির খবর তুলে ধরার জন্য। তবে বলতেই হবে, আপনার আবেদনের কিন্তু একটা নতুনত্ব রয়েছে।’ আবার এক জন লিখেছেন, ‘আমি পুণেতে এই আবেদন করব।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন