—প্রতীকী ছবি।
সন্তানের লালনপালনের জন্য মাসে আড়াই লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়েছিলেন। কিন্তু ফল ভাল হল না সেই সিদ্ধান্তের। চাকরি ছাড়়ার কয়েক মাসের মধ্যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেলেন যুবক। হতাশাগ্রস্ত হয়ে বিচ্ছেদও হয়ে গেল তাঁর। সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, আশ্চর্যজনক সেই ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে। শুরু হয়েছে আলোচনা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক পোষ্যদের খাবার বিক্রি করে এমন সংস্থায় ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তাঁর মাসিক বেতন ছিল আড়াই লক্ষ টাকা। কিন্তু ২০২৩ সালের মে মাসে তাঁর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিলে সেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক। ঠিক করেন, স্ত্রী চাকরি করলেও তিনি বাড়িতে থেকে মেয়েকে ভাল ভাবে মানুষ করবেন। কিন্তু ফল হল উল্টো।
প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েকে সামলাতে সামলাতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যুবক। কাজ না করায় বিষণ্ণতা এবং হতাশা গ্রাস করে তাঁকে। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে থাকত তাঁর। যুবকের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। শেষমেশ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। খবর, বিচ্ছেদের পর আবার কাজে যোগ দিয়েছেন যুবক। তাঁর মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। বর্তমানে মাসিক ৪৬,০০০ টাকায় অনলাইনে শিশুপণ্য বিক্রি করা একটি সংস্থায় চাকরি করে দিন গুজরান করেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা সেই ঘটনাটে কেন্দ্র করে সমাজমাধ্যমেও হইচই পড়েছে। বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই ওই যুবকের দুর্দশার কথা ভেবে সহানুভূতি প্রকাশ করেছেন। অন্যরা যুক্তি দিয়েছেন, মা হওয়ার পর মহিলাদের একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।