ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চারদিকে বেড়াতার দিয়ে ঘেরা খাঁচা। তার মাঝখানে রয়েছে একটি জলাশয়। জলাশয়ের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিন জন তরুণ। এক তরুণের হাতে ক্যামেরা। জলাশয়ের ধারে বসে জলের ভিতর হাত ডুবিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে জলাশয়ের ভিতর থেকে লাফ দিয়ে উঠল সবুজ রঙের একটি অ্যানাকোন্ডা। তরুণের হাত জড়িয়ে ধরল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ডিলান.এস.ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণের হাত পেঁচিয়ে ধরেছে একটি অ্যানাকোন্ডা। দু’হাত দিয়ে অ্যানাকোন্ডাটির মুখ চেপে ধরেছেন ওই তরুণ। পাশে থাকা অন্য তরুণ সাপের প্যাঁচ ছাড়ানোর চেষ্টা করছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।
তবে ভিডিয়োটি পোস্ট করে সেখানে লিখে জানানো হয়েছে যে, একটি চিড়িয়াখানা থেকে অ্যানাকোন্ডাটিকে উদ্ধার করে উন্মুক্ত জায়গায় নিয়ে যাওয়া হবে। তাই জলাশয় থেকে অ্যানাকোন্ডাটিকে বার করছেন ওই তরুণ। ভিডিয়োটি দেখে তরুণের সাহসের প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এমন বিশাল অ্যানাকোন্ডাটি কী ভাবে মুঠোর ভিতর ধরে নিলেন। তরুণের সাহসকে কুর্নিশ জানাই।’’