ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রান্না করতে খুব ভালবাসেন তরুণ। রান্নার এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু প্রতিযোগিতায় তাঁর রান্না চেখে মতামত দেওয়ার পাশাপাশি তরুণের চেহারা নিয়েও কটাক্ষ করছিলেন বিচারকেরা। দিনের পর দিন ওজন নিয়ে কথা শুনতে আর ভাল লাগছিল না তরুণের। বিচারকদের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছিলেন তিনি। অবশেষে প্রতিশোধ নেওয়ার ফন্দি এঁটে ফেললেন তরুণ।
মল পরিষ্কার না করে শূকরের অন্ত্র রান্না করে বিচারকদের খাওয়ালেন তিনি। ওই কুখাদ্য চেখে দেখার পর বিচারকদের যখন বিবমিষা হওয়ার দশা, তখন হাততালি দিয়ে হেসে ওঠেন তরুণ প্রতিযোগী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেট্সনিক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ প্রতিযোগী রান্নার রিয়্যালিটি শোয়ের বিচারকদের তাঁর রাঁধা একটি পদ পরিবেশন করছেন। সেই রান্না চেখে দেখতে বিচারকেরা চামচ হাতে এগিয়ে গেলেন। কিন্তু খাবার মুখে দিতেই চোখমুখ কুঁচকে গেল তাঁদের। খাবারটি মুখ থেকে ফেলে দিতে পারলেই যেন রেহাই পান তাঁরা। এই ঘটনাটি চিনে ঘটেছে। তরুণের নাম শিয়াপং।
তাঁর দাবি, রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর বিচারকেরা অনবরত তাঁকে শব্দ দিয়ে বিদ্ধ করছিলেন। কখনও তরুণের ওজন নিয়ে কটাক্ষ করে তাঁকে ‘মোটা’ বলেও সম্বোধন করছিলেন। কখনও আবার ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও দাগিয়ে দিচ্ছিলেন। দিনের পর দিন এই কটূক্তি সহ্য করতে পারছিলেন না শিয়াপং। বিচারকদের প্রতি রাগ জন্মাচ্ছিল তাঁর মনে। অপমানের প্রতিশোধ নেওয়ার ফন্দিও এঁটে ফেললেন তরুণ।
রান্না করেই বিচারকদের জব্দ করলেন তিনি। শূকরের একটি পদ রান্না করে বিচারকদের খাওয়াবেন বলে সিদ্ধান্ত নেন শিয়াপং। তার পর শূকরের অন্ত্র পরিষ্কার না করে সেই মলভর্তি অন্ত্র রান্না করেন তিনি। প্রতিযোগিতার নিয়ম, প্রতিযোগীদের রান্না করা পদ না চেখে দেখলে তাঁদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া যাবে না। তাই সব জেনেশুনেও নিয়ম মেনে সেই মলভর্তি অন্ত্র খেতে হয় বিচারকদের। এমন কাজ করার জন্য অবশ্য শিয়াপংকে প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া হয়েছে। প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও সুখের অন্ত ছিল না তরুণের। শোধ তুলতে পেরে বড়ই আনন্দিত তিনি।