bizarre

চপ্পল চুরি ঠেকাতে অভিনব ফন্দি বার করল মুম্বইয়ের হোটেল, ছবি দেখে হাসির রোল উঠল সমাজমাধ্যমে

এক সমাজমাধ্যম ব্যবহারকারী নিজের এক্স হ্যান্ডল থেকে মুম্বইয়ের একটি হোটেলের এই অদ্ভুত উপায়ের কথা পোস্ট করেন। তিনি হোটেলের ঘরের মেঝেয় রাখা চপ্পলের একটি ছবিও শেয়ার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৬:২৫
Share:

—প্রতীকী ছবি।

হোটেল থেকে প্রায়শই উধাও হয়ে যায় বাথরোব, চপ্পল। শত হলেও অতিথি নারায়ণ, তাঁরাই যে জুতো নিয়ে চলে যান সেটা বুঝেও হোটেল কর্তৃপক্ষের কিছু করার সুযোগ থাকে না। এই লোকসান থেকে বাঁচতে অভিনব উপায় বার করল মুম্বইয়ের একটি হোটেল। অতিথিদের জন্য দু’টি ভিন্ন রঙের চপ্পলের ব্যবস্থা করেছে তারা। এই বিষয়টি নিয়ে একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। পোস্ট দেখে হাসির রোল উঠেছে।

Advertisement

বেঙ্গালুরুর বাসিন্দা তেজস্বী উদুপা নামের এক সমাজমাধ্যম ব্যবহারকারী নিজের এক্স হ্যান্ডল থেকে মুম্বইয়ের একটি হোটেলের এই অদ্ভুত উপায়ের কথা পোস্ট করেন। তিনি হোটেলের ঘরের মেঝেয় রাখা চপ্পলের একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে চপ্পলের একটি পাটি হলুদ ও অন্যটি সবুজ। জুতোচোরকে শিক্ষা দিতে দু’টি আলাদা রঙের চপ্পলের বন্দোবস্ত করেছে হোটেলটি। যদিও তিনি পোস্টে হোটেলের নাম প্রকাশ করেননি।

তবে হোটেলের এই চতুর পদ্ধতি নিয়ে নেটমাধ্যম ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। নেটাগরিকের একটি অংশ এটিকে অভিনব সমাধান বলে অভিহিত করলেও, অন্যেরা মনে করছেন, এতেও চপ্পল চুরি আটকানো সম্ভব হবে না।

Advertisement

এক জন নেটাগরিক এই ঘটনা সঙ্গে তুলনা টেনে লিখেছেন, ‘‘আমার বাবা বলতেন, যখন তুমি কাউকে কলম ধার দেবে, তখন কখনই ঢাকনাটি দেবে না।’’ অন্য এক জন ব্যবহারকারীর দাবি, যাঁরা চুরি করতে চান তাঁরা এমন অমিল জোড়াটিও হাতিয়ে পালাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement